শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন

দর্শকশূণ্য মাঠে কোহলির শততম টেস্ট

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

এফএনএস স্পোর্টস: শ্রীলংকার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতেই অনন্য মাইলফলক স্পর্শ করবেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ১২তম ভারতীয় খেলোয়াড় হিসেবে টেস্টে শততম ম্যাচ খেলতে নামবেন কোহলি। আগামী ৪ মার্চ সিরিজের প্রথম টেস্টটি হবে মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন (পিসিএ) স্টেডিয়ামে। ঐ ম্যাচেই শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করবেন কোহলি। তবে কোহলির এমন রেকর্ড গড়ার ম্যাচে মাঠে বসে খেলা দেখতে পারবেন না ক্রিকেট প্রেমিরা। কোভিড-১৯ এর কারণেই মোহালি টেস্টে দর্শক প্রবেশের অনুমতি দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পিসিএর সচিব পুনীত বালি এএফপিকে বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক যে, শহরে কোভিড সংক্রমনের কারণে আমরা কোহলির শততম টেস্টে স্টেডিয়ামে দর্শক প্রবেশ করতে দিতে পারছি না।’ তিনি আরও বলেন, ‘কিন্তু এটি একটি ঐতিহাসিক উপলক্ষ এবং আমরা বিশ^সেরা ব্যাটারকে অভিনন্দন জানাবো এবং এমন কীর্তির জন্য পুরো শহর জুড়ে বিলবোর্ড লাগাবো।’ ২০১১ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকের পর এখন পর্যন্ত থেকে ৯৯টি টেস্ট খেলেছেন কোহলি। ৫০ দশমিক ৩৯ গড়ে ৭৯৬২ রান করেছেন কোহলি। সেঞ্চুরি ২৭টি, হাফ-সেঞ্চুরি ২৮টি। ভারতের হয়ে এবং বিশে^র মধ্যে সবেচেয়ে বেশি ২শটি টেস্ট খেলা রেকর্ড শচীন টেন্ডুলকারের। মোহালি টেস্টে দর্শক প্রবেশের অনুমতি না থাকলেও, ১২ মার্চ থেকে ব্যাঙ্গালুরুতে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে ৫০ শতাংশ দর্শক প্রবেশ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com