বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এই প্রজন্মের প্রতি কৃতজ্ঞতা আদায় করা প্রয়োজন: জামায়াতের আমির সংস্কার বাস্তবায়নের ওপর নির্ভর করবে নির্বাচন কবে: প্রেস সচিব হাসিনাকে বিচারের আওতায় আনতেই হবে, ছেড়ে দেওয়া যাবে না: তারেক রহমান কারণে—অকারণে অবরোধ, ধৈর্যের সীমা শেষ করে দিচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা পুরনো চার বিভাগকে চারটি প্রদেশ করার সুপারিশ আখেরি মোনাজাতে শেষ হলো প্রথম পর্বের বিশ্ব ইজতেমা লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারে গতি নেই শ্যামনগরে বেড়েছে সরিষার চাষ, বাম্পার ফলনের সম্ভাবনা, কৃষকের মুখে আনন্দের হাসি শ্যামনগরে আওয়ামী লীগের লিফলেট বিতরনকালে আটক দুই কলারোয়ায় জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন ও পুরষ্কার বিতরণ

দলে থাকলেও এখনো অনিশ্চিত বুমরাহর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা বুমরাহর জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজের শেষ ম্যাচ ফিটনেস টেস্ট। দল ঘোষণায় বুমরাহর নাম বলতেই পরিষ্কার করে দেওয়া হয়েছে, তার খেলা নির্ভর করবে ফিটনেসের উপর। এর জন্য় ১২ ফেব্রুয়ারি ভারত—ইংল্যান্ড তৃতীয় ওয়ানডে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্বাচিত প্রায় সব ক্রিকেটারই রয়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে। তবে জাসপ্রীত বুমরাহর ম্যাচ ফিটনেস নিয়ে অনিশ্চয়তা থাকায় বাড়তি পেসার হিসেবে এই সিরিজের স্কোয়াডে জায়গা করে দেওয়া হয় হারশিত রানাকে। অর্থাৎ, রানা চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নেই। তিনি শুধু বুমরাহর ব্যাকআপ হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের স্কোয়াডে থাকছেন। বুমরাহর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে মাঠে নামার সম্ভানা কম। সেক্ষেত্রে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামতে পারেন জাসপ্রীত। ফিটনেস টেস্ট দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ছাড়পত্র আদায় করতে হবে জাসপ্রীত বুমরাকে। ইংল্যান্ড সিরিজের শেষ ওয়ানডে ম্যাচেই তার ফিটনেস টেস্ট হবে। পাশ করলে চিন্তা মুক্ত হবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। একান্তই পাওয়া না গেলে সেক্ষেত্রে মোহাম্মদ সিরাজ, হারশিত রানার মধ্যে কাউকে নেওয়া হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে। সবশেষ বর্ডার—গাভাস্কার ট্রফির মধ্যেই খেলা ছেড়ে হাসপাতালে যেতে হয় জাসপ্রীত বুমরাহকে। আগামী মাস থেকে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি কার্যত অপরিহার্য। তাই বুমরাহকে নিয়ে কোনও ঝুঁকিতে যেতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। তারা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বুমরাহকে পুরো ফিট করে তুলতে চাইছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com