দাকোপ (খুলনা) প্রতিনিধি ॥ “উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দূর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ”এই শ্লোগানে দাকোপে আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দাকোপ উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি পালনে শনিবার সকাল ১০ টায় উপজেলা সদরে ব্যানার ফেস্টুন ও প্লাকার্ড হাতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুব্রত রঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অজিহুর রহমান, দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শিপন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, শিক্ষার্থী মোঃ হজরত আলী। সভাটি পরিচালনা করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল। সভায় বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ এবং দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা অংশ গ্রহন করে।