বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সখিপুর ইউনিয়নে তারুণ্যের ভাবনা বিষয়ক কর্মশালা “মাসজিদে কুবা” নামাজ আর ধর্মীয় শিক্ষার পাশাপাশি মানবতার মনোমুগ্ধতার উচ্চতায় দেবহাটার পাঁচটি ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন চাপের মুখে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আশাশুনি তথ্য অধিকার বুথ ক্যাম্প অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ সম্পন্ন সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নূরনগরে জামায়াতের সেটআফ প্রোগ্রাম ও মতবিনিময় শীতার্তদের মাঝে জামায়াতের কম্বল বিতরণ

দীর্ঘ ২ বছর পর আরপিজিসিএল প্ল্যান্টটি পুনরায় চালুর উদ্যোগ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

এফএনএস : দীর্ঘ ২ বছর পর সিলেটের জ¦ালানি তেল পেট্রোল ও ডিজেল এবং এলপি গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান কৈলাশটিলা এলপিজি প্ল্যান্ট (আরপিজিসিএল প্ল্যান্ট) পুনরায় চালুর উদ্যোগ নেয়া হয়েছে। আরপিজিসিএল প্ল্যান্টের উৎপাদন বন্ধ থাকায় সরকারের প্রতি মাসে সাড়ে ৩ কোটি টাকা লোকসান যাচ্ছে। তবে অবশেষে দীর্ঘ দুই বছর পর প্ল্যান্টটি চালুর উদ্যোগ নেয়া হয়েছে। বিগত ২০২০ সালের সেপ্টেম্বর থেকে রাষ্ট্রীয় ওই আয় থেকে বঞ্চিত হচ্ছে। বিগত ১৯৯৮ সালে গোলাপগঞ্জ উপজেলা সদর এলাকায় জ¦ালানি তেল পেট্রোল, ডিজেল এবং এলপি গ্যাস উৎপাদনকারী কৈলাশটিলা এলপিজি প্ল্যান্টটি স্থাপন করা হয়েছিল। কৈলাশটিলা এমএসটিই গ্যাস ফিল্ডের খনি থেকে উত্তোলিত এনজিএল (ন্যাচারাল গ্যাস লিকুইড) কাজে লাগাতে পেট্রোবাংলার অঙ্গপ্রতিষ্ঠান আরপিজিসিএল (রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লি.) প্ল্যান্টটি স্থাপন করা হয়। আরপিজিসিএল সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, প্ল্যান্ট বন্ধ হয়ে যাওয়ায় আরপিজিসিএলের উৎপাদিত এলপি গ্যাসের উপর নির্ভর করে স্থাপিত এলপি গ্যাস বটলিং কারখানাও বন্ধ হয়ে পড়ে। একই কারণে কৈলাশটিলা গ্যাসফিল্ড প্রতিদিন বিপুল পরিমাণ এনজিএল পুড়িয়ে ধ্বংস করে দিচ্ছে। এনজিএল সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় একে সরাসরি প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্টে পাঠাতে হয়। অন্যথায় পুড়িয়ে ফেলতে হয়। আরপিজিসিএল প্ল্যান্ট এনজিএল থেকে পেট্রোল ও এলপি গ্যাস উৎপাদন করে। কিন্তু আরপিজিসিএল প্ল্যান্ট বন্ধ থাকায় গ্যাসফিল্ড এনজিএল পুড়িয়ে ধ্বংস করে দেয়া হচ্ছে। সূত্র জানায়, কৈলাশটিলা এমএসটিই গ্যাসফিল্ডের খনি থেকে উত্তোলিত এনজিএল (ন্যাচারাল গ্যাস লিকুইড) থেকে পেট্রোল ও এলপি গ্যাস এবং খনিজ গ্যাসের উপজাত কনডেনসেট থেকে পেট্রোল ও ডিজেল উৎপাদন করে কৈলাশটিলা আরপিজিসিএল প্ল্যান্ট। প্রতিষ্ঠানটি পেট্রোল ও ডিজেল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে এবং এলপি গ্যাস তার পাশেই স্থাপিত এলপি গ্যাস বটলিং কারখানায় সরবরাহ করে। আরপিজিসিএল প্ল্যান্ট দৈনিক ১ লাখ লিটার পেট্রোল উৎপাদন করে থাকে। তাছাড়া ২০-২৫ হাজার লিটার ডিজেল এবং ১৫-১৭ মেট্রিক টন এলপি গ্যাস উৎপাদন করে। পেট্রোল, ডিজেল ও এলপি গ্যাস উৎপাদন থেকে প্রতিষ্ঠানের বার্ষিক ৪০-৪৫ কোটি টাকা আয় হয়। কিন্তু ২০২০ সালের সেপ্টেম্বর থেকে প্রতিষ্ঠানটির উৎপাদন সম্পূর্ণ বন্ধ। মূলত বিপিসি একটি নির্দিষ্টমানের নিচে পেট্রোল ক্রয় করবে না মর্মে অজুহাত দেখালেই প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ করে দেয়া হয়। যদিও সিলেট পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সংশ্লিষ্টরা বিপিসির এমন সিদ্ধান্ত মেনে নেয়নি। এদিকে প্ল্যান্ট চালু প্রসঙ্গে জ¦ালানি ও খণিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হাফিজুর রহমান জানান, সমস্যা থাকতেই পারে এবং এর সমাধানও বের করতে হবে। সরকারের উন্নয়ন খাতে বিঘœ ঘটে এবং বছরের পর বছর কোনো প্রতিষ্ঠান অচলাবস্থার মধ্যে থাকবে তা হতে পারে না। আশা করা যায় প্ল্যান্ট চালুর ব্যাপারেও সফল হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com