শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন

দৃষ্টিনন্দন, অনন্য অসাধারন সৌন্দর্য্য ও নির্মান শৈলী সমৃদ্ধ মাসজিদে কুবা কমপ্লেক্সের উদ্বোধন \ জুম্মার নামাজ আদায় করলেন সহস্রাধীক মুসুল­ী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২ এপ্রিল, ২০২২

দৃষ্টিপাত রিপোর্ট \ শহরের মেহেদীবাগস্থ দৃষ্টিনন্দন, সৌন্দর্যমন্ডিত মাসজিদে কুবায় জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে নব নির্মিত অনন্য অসাধারন স্থাপত্য শৈলী সমৃদ্ধ মসজিদটি মুসুল­ীদের জন্য উন্মুক্ত কররেন মসজিদ কর্তৃপক্ষ। মাসজিদে কুবার কমপ্লেক্স এর উদ্বোধনী দিনটিতে চারিদিকে ছড়িয়ে পড়ে আনন্দ স্রোত, সার্কিট হাউজের অনতিদুরে অবস্থিত মসজিদে কুবার আনুষ্ঠানিক নামাজ শুরুর দিনটিতে একে একে উপস্থিত হন মুসুল­ীদের সাথে অবস্থান করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি, সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার, সিভিল সার্জন ডাঃ হুসাইন সাফায়াত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি আরিফুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু সহ জন প্রতিনিধি, সরকারি কর্মকর্তা সহ শহরের বিভিন্ন শ্রেণি পেশার জনমানব মাসজিদে কুবায় জুম্মার নামাজ আদায় করেন। এর পূর্বে সাতক্ষীরার বিভিন্ন মসজিদের ইমামদের নিয়ে উন্মোচন করেন রাজধানী ঢাকার গুলশান সেন্ট্রাল মসজিদের খতিব ও ইমাম আলহাজ্ব হাফেজ মাও: আহছান উল­াহ ও মাসজিদে কুবার প্রধান পৃষ্টপোষক শেখ বসির আহমেদ মামুন মাসজিদে কুবার প্রধান ফটক উন্মোচন করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুফতি মাহবুবুর রহমান, আলহাজ্ব মাওলানা আব্দুল খালেক, হাফেজ রজব আলী, মাওলানা মাহমুদুল হাসান, মুফতি শরিফুজ্জামান কাশেমী, আলহাজ্ব মুফতি ইয়াছিন আলী, আলহাজ্ব মাওলানা মুনসুর আহমেদ, মাওলানা হাবিবুল­াহ প্রমুখ। উদ্বোধনী আয়োজন এ এক হৃদয় নিংড়ানো অনুভুতি, অনন্য অসাধারন সৌন্দর্য্যরে ঝলকানি, আলোক বিচ্ছুরনের দ্রুতি, শ্বেতশুভ্র সাদা আর ভিন্ন ভিন্ন রং আর লাইটের সুদৃশ্যতা যেন বলছিল সাতক্ষীরাতে এমনই মসজিদ কেবল মাত্র আল­াহর রহমত আর ইচ্ছার প্রতিফলন, চোখ জুড়ানো, মন ভরানো, হৃদয়ঙ্গমতার অবিচ্ছেদ্য সম্মিলন মাসজিদ কুবা যেন অবলিলায় বলে বলছিল আমি আল­াহর ঘর আমার কাছে এসো, হে মানুষ আল­াহর এবাদত বন্দেগী করো। প্রধান ফটক উন্মোচনের কাঙ্খিত, অবিস্বরনীয় মহান আল­াহর প্রতি শুকরিয়া আদায় করছিলেন উপস্থিত সকল ইমাম, মুসুল­ীরা। আল­াহর ঘর আল­াহর ইচ্ছাতেই কেবল নির্মান হতে পারে, নির্মান খরচ, ব্যবস্থাপনা, রক্ষানাবেক্ষন সবই কেবল মাত্র আল­াহর কুদরতি আর মাসজিদে কুবার জুম্মার নামাজের অতিথিরা আসবেন, মসজিদটির নির্মান কাজ শেষ এবং যাত্রা শুরু না বলে­ও বলা যায় মুসুলি­দের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে এমন প্রচার প্রচারনা, দাওয়াত, এবং মহল­াবাসির মাঝে উৎসব আর আনন্দ স্রোত বইছিল, দুপুর বারটার পূর্বে দুইতলা বিশিষ্ট্য মসজিদটি কানায় কানায় পূর্ণতা পায়। প্রায় হাজার মুসুল­ীর ধারন ক্ষমতা সামলিয়েও মুসুল­ীদের নামাজ আদায়ের জন্য মসজিদ সংলগ্ন সড়কে অবস্থান নিতে হয়। মসজিদের অদূরে গাড়ি পার্কিং এর ব্যবস্থা ছিল বিশেষ ব্যবস্থাপনার ফসল, মুসুল­ীদের যাতায়াতে খুব বেশী বেগ পেতে হইনি। স্বরন কালে মসজিদ নির্মান স্থাপত্য, সৌন্দর্য্য এবং নামাজ আদায়ে এমন মহববতী, মেহমানদারী আলোচনা এবং ব্যবস্থাপনা ছিল আলোচিত, আলোকিত, শৃঙ্খলতা আর মসজিদের ভাব গাম্ভীর্যতার পরিপূর্ণ। জুম্মার নামাজ আদায়কারী সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান মসজিদ ব্যবস্থাপনা কমিটি এবং মুসুল­ীদের আহবানে মুসুল­ীদের উদ্দেশ্য অতি জ্ঞান গর্ভ বক্তব্য রাখেন, তিনি বলেন আজকের দিনটি অতি আনন্দের, সুখের পবিত্র রমজান অতি সন্নিকটে রমজানের রোজা রাখতে হবে। আল কুরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ, যাহা মানব জাতির জন্য পথ প্রদর্শক। তিনি আরও বলেন মাসজিদে কুবায় ফ্রি মেডিকেল ক্যাম্প করে মানবতার সেবা করা যেতে পারে। ভাল চিন্তা, সুস্থ মানষিকতা আমাদের মাঝে রাখতে হবে। সাদকায়ে জারিয়া পালন করতে হবে। তিনি মসজিদ নির্মানে ও ব্যবস্থাপনায় জড়িতদের ধন্যবাদ জানান। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন আল­াহর ইচ্ছায় মসজিদ নির্মান হয়, মসজিদে আবাদ করতে হবে, মসজিদ নির্মানে যারা অংশ নিয়েছেন আল­াহ তাদের মঙ্গল করুন। মসজিদে উন্নয়নে সরকারের পক্ষ হতে, জেলা প্রশাসনের মাধ্যমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি মসজিদ নির্মানের সাথে জড়িতদের ধন্যবাদ জানান, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার বলেন প্রধানমন্ত্রী সারা দেশে মডেল মসজিদ নির্মানের জন্য বরাদ্ধ দিয়েছেন এবং মসজিদ নির্মান হচ্ছে। মসজিদ কেবল ইবাদতের কেন্দ্র বিন্দু নয় ইসলামী সংস্কৃতি ও সেবা কেন্দ্র। তিনি মাসজিদে কুবাকে নান্দনিক মসজিদ হিসেবে অবহিত করে এর সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। মসজিদ কমিটির সভাপতি ও দৃষ্টিপাত সম্পাদক প্রকাশক জিএম নূর ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন মাসজিদে কুবার প্রধান উপদেষ্টা ফিফা রেফারি মোঃ তৈয়েব হাসান বাবু, সঞ্চালনা করেন মাসজিদে কুবার সাধারন সম্পাদক আঃ রশিদ, উদ্বোধনী আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও জুম্মার নামাজ আদায় করেন অতিঃ জেলা ম্যাজিষ্ট্রেট রেজা রশিদ, সদর থানার ওসি গোলাম কবির, এনডিসি মোঃ মহিউদ্দীন, প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপি, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, যশোর জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, অধ্যাপক মোজাম্মেল হোসেন, অধ্যাপক ওলিউল­াহ, দৃষ্টিপাত নির্বাহী সম্পাদক আবু তালেব মোল­্যা, বার্তা সম্পাদক আদম শফিউল­াহ, সহ সম্পাদক ওমর ফারুক, মাসজিদে কুবা কোষাধ্যক্ষ আব্দুল করিম, সদস্য আবু জাফর, আব্দুল গনি, সাপ্তাহিক মুক্ত স্বাধীন সম্পাদক আবুল কালাম, সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, সাংবাদিক মহিদার রহমান, প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডবলু, শিবপুর ইউপি চেয়ারম্যান সাংবাদিক আবুল কালাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com