স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা হতে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাতের বিশেষ প্রতিনিধি, ব্যুরো প্রধান ও উপজেলা প্রতিনিধিদের সাথে মত বিনিময় করলেন দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জি,এম নূর ইসলাম। গতকাল সকাল এগারটায় দৃষ্টিপাত ভবনে উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্ল্যা, মফস্বল সম্পাদক মোহাম্মদ আলী সুজন, বার্তা সম্পাদক আদম শফিউল্লাহ, চীফ রিপোর্টার মাছুদুর জামান সুমন, স্টাফ রিপোর্টার মীর আবু বকর, ম্যানেজার বুলবুল আহমদ, বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম এসএম জাকির হোসেন, নুর আলম, কলারোয়া ব্যুরো প্রধান অধ্যাপক কে,এম আনিছুর রহমান, কালিগঞ্জ ব্যুরো প্রধান শরিফুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি খান হামিদুল ইসলাম, তালা প্রতিনিধি ইব্রাহীম, আশাশুনি প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, শ্যামনগর প্রতিনিধি ইদ্রিস আলী, দেবহাটা সদর প্রতিনিধি উত্তম কুমার রায় প্রমুখ। সভাপতির বক্তৃতায় দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলাম বলেন, দৃষ্টিপাত পাঠকের এবং কেবল মাত্র পাঠকের আর তাই আমরা সর্বদা পাঠকের চাহিদার প্রতি সতর্ক থাকবো, সততা, নিরপেক্ষতা এবং বস্তুনিষ্ঠতা আমাদের ব্রত, দৃষ্টিপাতে নিউজ প্রকাশে কোন ধরনের হলুদ সাংবাদিকতা কোন সময়ের জন্য অনুমোদন করেনি এবং আগামীতেও করবেনা। তিনি সংবাদ কর্মিদের অধিকতর দায়িত্বশীলতাকে সঙ্গী করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।