শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন

দৃষ্টিপাত “সাহিত্য পদক ২০২১” গ্রহণ করলেন মানবতাবাদী কবি সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

স্টাফ রিপোর্টার \ বিশিষ্ট কবি মানবিক জজ খ্যাত সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের হাতে “দৃষ্টিপাত সাহিত্য পদক ২০২১” তুলে দিলেন দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম সহ পরিবারের সদস্যরা। সাহিত্যে বিশেষ এবং অনবদ্য ভূমিকার স্বীকৃতি স্বরূপ পাঠক জরিপে দৃষ্টিপাত পরিবার সাতক্ষীরার বিচার বিভাগের অভিভাবক, দেশের অন্যতম শক্তিমান কবিকে স্বীকৃতি পদক এবং সম্মাননা জানাতে পেরে দৃশ্যতঃ বাংলা সাহিত্যের প্রতি গভীর মমত্ব বোধ ও সম্মান প্রদর্শন করলেন সাতক্ষীরা হতে প্রকাশিত বহুল প্রচারিত জনমানুষের মুখপত্রটি’র সম্পাদনা পরিষদ। গতকাল অপরাহেৃ দেশের অন্যতম মানবতাবাদী, নারীবাদী কবির কর্মস্থলে উপস্থিত হন দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশকের নেতৃত্বে পরিবারের অপরাপর সদস্যরা। আধুনিক বাংলা কবিতায় নতুনত্ব আনয়ন, শব্দের গাঁথুনি এবং ভিন্নতর উপমার জনক কবি শেখ মফিজুর রহমান দৃশ্যতঃ যতœশীল ভাষা শ্রমিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। প্রকৃতি প্রদত্ত প্রতিভাকে সঙ্গী করে তিনি নিরলসভাবে কবিতা লিখে চলেছেন। আর তাই বলা বাহুল্য নাম নয়, ব্যক্তিই নামকে বিখ্যাত করে। এই বিখ্যাত কবির প্রতি শ্রদ্ধা জানানোই দৃষ্টিপাতের সাহিত্য পদক অর্পন। পদক গ্রহন পরবর্তি তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বাংলা ভাষার সমসাময়িক কালের অন্যতম কবি মানবতার জজ শেখ মফিজুর রহমান বলেন, কবিতা মানবতাকে, মানবিক মুল্যবোধকে জাগ্রত করে। কবিতা সমাজ পরিবর্তনের মহাক্ষেত্র হতে পারে, কবিতা সংকীর্নতাকে তাড়িত করে সর্বোপরি সৃষ্টিশীলতার নিয়ামক হিসেবেও পরিগনিত হতে পারে। তিনি বলেন কবিরা কোন বিশেষ শ্রেনীর নয়, কবিরা সকলের, সব সমাজের, সর্বস্তরের। তিনি আজকের শিক্ষার্থীদেরকে লেখালেখিতে এগিয়ে আশার উপর গুরুত্ব দিয়ে বলেন, এই প্রজন্ম কবিতা বা সাহিত্য চর্চা করলে আগামী প্রজন্ম তার সুফল পাবে। কবিরা অর্থের জন্য লেখেনা, কিন্তু বাস্তবতা হলো কবিদের কবিতা সাহিত্যিকের সাহিত্য অর্থ উপার্জনের ক্ষেত্রও হতে পারে। তিনি দৃষ্টিপাত পরিবারকে নতুন নতুন কবি সাহিত্যিক সৃষ্টির জন্য অধিক পরিমান সাহিত্য চর্চার ক্ষেত্র নিশ্চিত করার আহবান জানান। নারীবাদী কবি কবিতার ক্ষেত্রেও মহিলাদের জন্য সাহিত্য পাতায় বিশেষ স্থান রাখার উপর গুরুত্ব দেন। কবিতায় নতুন নতুন উপমা ব্যবহারকারী কবি দৃষ্টিপাত পরিবার কবিকে সম্মান জানানো, কবিতার শ্রেনীত্বের জন্য পদক প্রাপ্তি হিসেবে মনোনীত করায় ধন্যবাদ জানান। দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলাম বলেন বিচার বিভাগের ন্যায় অতি ব্যস্ততম স্থানে অবস্থান করেও অতি উঁচুমানের কবিতা লিখে চলেছেন। বিচার বিভাগের আলোকিত ন্যায় বিচারক, আমরা কবিকে যথার্থ মর্যাদা দিতে পেরে গর্বিত। দৃষ্টিপাত পাঠকের চাহিদাকে সঙ্গী করে হাজার হাজার পাঠকের চাহিদা ও খোরাক মেটাতে সময়ের শ্রেষ্ঠ কবি বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের কবিতা প্রকাশ করছে যা কেবল সাহিত্যকে শক্তিশালী করছেনা দৃষ্টিপাতকে সমৃদ্ধ করছে। পাঠক নতুন নতুন কবিতার সাথে পরিচিত হচ্ছে। দৃষ্টিপাত পদক প্রদানের গর্বিত আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৃষ্টিপাত নির্বাহী সম্পাদক আবু তালেব মোল­্যা, বার্তা সম্পাদক জিএম আদম শফিউল­াহ, মফস্বল বার্তা সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাঃ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, দৃষ্টিপাত আদালত প্রতিবেদক এড. তপন কুমার দাস, সহ সম্পাদক ওমর ফারুক, চীফ রিপোর্টার মাছুদুর জামান সুমন, স্টাফ রিপোর্টার মীর আবু বকর, ম্যানেজার বুলবুল আহমেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com