বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে হাসিনার স্বৈরতন্ত্র: কূটনীতিকদের ইউনূস ভারতে নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যার প্রতিবাদে শাটডাউন কর্মসূচির ঘোষণা চিকিৎসকদের নলতা আহসানিয়া মিশন রেসিডেনসিয়াল কলেজের অধ্যক্ষের দুর্নীতি ॥ উত্তাল নলতা ॥ শিক্ষক কর্মচারীরা মতবিনিময় করলেন ডাঃ শহিদুল আলম ও চেয়ারম্যান আজিজুর রহমানের সাথে মহামারীর দ্বারপ্রান্তে গাজা আলোচনায় থাইল্যান্ড ॥ বন্দী থাকসিন মুক্ত হরিনগর বাজারে ক্ষতিগ্রস্ত দোকানদের মাঝে নগদ অর্থ প্রদান পাইকগাছায় একটি বাঁশের সাঁকো পারাপারে এলাকাবাসীর চরম ভোগান্তি মাথাভারি হচ্ছে প্রশাসনের ॥ বাড়ছে সরকারের দু:চিন্তা ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ এর পদত্যাগ দাবীতে-মানববন্ধন চাম্পাফুল ইউনিয়ন বিএনপির আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

দেবহাটার দুই কিশোরীর উদ্ধারে পুলিশের সফল অভিযান এবং উদ্ধার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

দেবহাটা অফিস \ বাবা মায়ের সাথে মনোমালিন্য তারপর অভিমানে বাড়ী ছাড়া, দেবহাটার উত্তর কুলিয়ার মফিজুল ইসলামের ১৩ বছরের কিশোরী কন্যার অভিমান বাড়ী ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা সঙ্গি হিসেবে নেন প্রতিবেশী কামরুল ইসলামের নয় বছরের কন্যাকে। বৃহস্পতিবার তারা দুইজন ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোজা খুজি করেও সন্ধান পাইনি। অবশেষে দেবহাটা থানায় উপস্থিত হয় কন্যাদ্বয়ের অভিভাবকরা। দেবহাটা থানার চৌকস ওসি শেখ ওবায়দুল­াহ সাধারন ডাইরী গ্রহন পরবর্তি উদ্ধার তৎপরতা নামে। এসআই নুর মোহাম্মদ এই উদ্ধার অভিযানের দায়িত্ব পেয়েই ত্বরিৎ গতিতে কর্মতৎপরতা পরিচালনা করতে থাকেন, তদন্তে নেমেই অবগত হন দুই কিশোরী ঢাকা পরিবহনে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। একদিকে দুই কিশোরীকে উদ্ধারের প্রানন্তকর প্রচেষ্টা অন্য দিকে পরিবহনের সন্ধান, নিশ্চিত হলেন পরিবহনের নাম, উক্ত পবিরহনের চালক, সুপার ভাইজারের নাম মোবাইল ফোন নং সংগ্রহ করলেন সবই চলছিল অতি দ্রুততার সাথে, এবার পরিবহনের অবস্থান, দারস্থ হলেন তথ্য প্রযুক্তির অভিযান পরিচালনা কালীন চলছিল পরিবহনের অবস্থান। উদ্ধার অভিযানের নেতৃত্বদানকারী এসআই নুর মোহাম্মদ চলমান অবস্থায় জানতে পারেন ঢাকা গামী পরিবহনটি গোয়ালন্দ এলাকায় পৌছেছে। তিনি সহায়তা নিলেন উক্ত থানা সহ উর্দ্ধত্বন পুলিশ কর্মকর্তাদের এদিকে অভিযানের তত্ত¡াবধান করছেন সার্বক্ষনিক খোজ খবর রাখছেন দেবহাটা ওসি শেখ ওবায়দুল­াহ। অবশেষে বৃহস্পতিবার রাতেই সফল হলো দেবহাটা পুলিশ, গোয়ালন্দ পুলিশকে সাথে নিয়ে দুই কিশোরীকে উদ্ধার করলেন, শেষ হলো নয়/দশ ঘন্টার উদ্ধার অভিযান। দুই কিশোরীকে নিয়ে রাতেই রওয়ানা দেবহাটা থানার উদ্দেশ্যে রওয়ানা হলেন সফল উদ্ধারকারী এসআই নুর মোহাম্মদের নেতৃত্বাধীন পুলিশ দল। প্রত্যুষে ফিরলেন দেবহাটা থানায়। পরিবারের উদ্বেগ, উৎকণ্ঠার পরিবর্তে খুশির ঝিলিক, পুলিশ হলো আলোকিত। এভাবেই দেবহাটা পুলিশ অতি দায়িত্বশীলতার আলোক উজ্জ্বল ক্ষেত্র বির্নিমান করলো। দেবহাটা থানা ওসি শেখ ওবায়দুল­াহ বললেন পুলিশ জনগনের বন্ধু, জনগনের নিরাপত্তার প্রতিক, কিশোরীদের ফিরে পেয়ে কেবল পরিবার দুটি নয় জনসাধারনের মাঝে স্বস্তির আবহ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com