দেবহাটা অফিস ॥ দেবহাটায় উন্নয়নমেলা উদ্বোধন ও পাঁচটি গ্রামকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করলেন প্রাক্তন মন্ত্রী আ’লীগ কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডাঃ আ,ফ,ম রুহুল হক এমপি আমাদের দেবহাটা সদর প্রতিনিধি উত্তম কুমার রায় জানান, জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে গতকাল ফিতাকেটে উন্নয়ন মেলার উদ্বোধন করেন। উন্নয়ন মেলা উদ্বোধন শেষে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আয়োজিত পুষ্টি ও নারীর ক্ষমতায়ন ও বাল্য বিবাহ মুক্তগ্রাম ঘোষনা শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করেন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ওয়াল্ডভিশন সুশীলন এর আয়োজনে বিপুল সংখ্যক মায়ের সমাবেশ ঘটে। অনুষ্ঠান গুলোতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, দেবহাটা থানা ওসি বাবুল আক্তার, আ’লীগ সম্পাদক মনিরুজ্জামান মনি, আ’লীগ নেতা এ্যাডঃ ওসমান গনি, চেয়ারম্যান সাইফুল ইসলাম, চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, আলমগীর হোসেন সাহেব আলী, আঃ মতিন বকুল, আ’লীগ নেতা আনোয়ারুল হক প্রমূখ।