দেবহাটা অফিস \ দেবহাটার খলিসাখালী ভূমি সন্ত্রাসী অস্ত্রবাদ নোড়া গ্রামের ইয়াদ আলীর পুত্র ইউনুস মোড়ল ৪০ কে দেবহাটা পুলিশ একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি সহ গ্রেফতার করেছে। গতকাল সকালে জেলিয়াপাড়া এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে পিস্তল ও গুলি সহ তাকে গ্রেফতার করে। পারুলিয়ার খলিসাখালী ব্যক্তি মালিকানাধীন অন্তত তিন শতাধীক মানুষের রেকর্ডীয় জমিতে লুটপাট অস্ত্রবাজি, চাঁদাবাজি সহ নানামুখি অপতৎপরতা চালিয়ে আসা চক্রটি সক্রীয় সদস্য ইউনুস। এই চক্রটির অপতৎপরতায় খলিসাখালী সহ আশপাশের এলাকার জনমনে আতঙ্কবিরাজ করলে দেবহাটা থানা ওসি শেখ ওবায়দুলাহ জানান দেবহাটার খলিসা খালীতে দস্যুতায় জড়িতদের অন্যতম ইউনুস তাকে গোপন সংবাদের ভিত্তিতে পিস্তল ও গুলি সহ গ্রেফতার করা হয়েছে।