দেবহাটা অফিস ॥ নানান আয়োজনে, উৎসব মুখর পরিবেশে দেবাহটা উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও ভূমি অফিসের আয়োজনে ভূমি সপ্তাহের উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আছাদুজ্জামান। উদ্বেধন পরবর্তি ভূমি সেবা গ্রহীতা, ভূমি ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেনি পেশার লোকজনের উপস্থিতিতে নির্বাহী অফিসারের নেতৃত্বে র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এসময় ভূমি সপ্তাহের স্মার্ট ভূমি সেবা সহ সেবা মুলক প্লাকার্ড বহন করা হয়। ফিতাকেটে ভূমি সপ্তাহের উদ্বেধন, র্যালী এবং আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়া ভূমি উপসহকারী কর্মকর্তা কান্তিলাল সরকার, পারুলিয়অ খান নাজমুল হোসাইন চৌধুরী সদর প্রশান্ত কুমার সরদার, নোয়াপাড়া (ভারপ্রাপ্ত) প্রতুলকুমার জোদ্দার, প্রধান সহকারী মোয়অজ্জেম হোসেন, নাজির তপনকুমার সরদার, অফিস সহকারী প্রদীপ কুমার ঢালী, সার্ভেয়ার সহকারী বেল্লাল হোসেন প্রমুখ। প্রবীন অফিস সহকারী মোয়অজ্জেম হোসেন জানান দেবহাটা ভূমি অফিস ভূমি সপ্তাহে সেবা গ্রহীতাদের তাৎক্ষনিক সেবায় নিয়োজিত। তিনি আরও জানান ভূমিসপ্তাহে সেবা গ্রহীতাদের মাঝে বিশেষ আগ্রহ সৃষ্টি হয়েছে।