বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নূরনগরে বিশিষ্ট ব্যবসায়ী জেহের আলী সরদারের মৃত্যুবার্ষিকী পালিত তালা যুবদলের বিক্ষোভ প্রতিবাদ মিছিল এটিএম আজহারুলের মুক্তির দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভে মানুষের ঢল বুধহাটায় শহীদ আনোয়ার হোসেনকে দেশের প্রথম ভাষা সৈনিক স্বীকৃতি ও রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে মানববন্ধন আশাশুনি ক্ষুদ্রঋণ কার্যক্রম গতিশীলতা আনায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা কয়রায় বিএনপির কর্মী সভায় জেলা বিএনপির আহবায়ক মন্টু বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রুখতে ঐক্যবদ্ধ মিছিল হবে একটাই খুলনায় অপারেশন ডেভিল হান্টে ১১ জন গ্রেফতার খুলনায় গাজাসহ একজন আটক খুলনায় ইয়াবাসহ আটক এক কালিগঞ্জে কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে মাসিক সভা অনুষ্ঠিত

দেবহাটায় শক্তিশালী ঝড় বৃষ্টি বজ্রপাত ঃ বিদ্যুৎ সরবরাহ বন্ধ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৯ মে, ২০২২

দেবহাটা অফিস \ গ্রীষ্মের প্রচন্ড তাপদাহের শেষে দেবহাটা সহ আশপাশের এলাকায় অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। তবে বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়ার তীব্রতা ক্ষয়ক্ষতি করেছে। বৃষ্টিপাত, ঝড়ো হাওয়ার পাশাপাশি বজ্রপাতের ঘটনায় ঘটনা ঘটেছে। মুহুর মুহুর বজ্রপাতে জনসাধারনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল সন্ধ্যা সাতটার দিক গুড়ি গুড়ি বৃষ্টিপাতের মাধ্যমে দমকা হাওয়া তারপর মুষলধারে বৃষ্টিপাত আর বিদ্যুতের আলোঝলকানি, বজ্রপাত মুহুর্তের মধ্যে এক ভয়ার্ত পরিস্থিতির অবতরনা ঘটে। সাতক্ষীরা কালিগঞ্জ সড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় শুকনো গাছের অংশ বিশেষ সড়কে এবং আশপাশে ভেঙ্গে পড়ে। দেবহাটার আম বাগানের ভাঙ্গার অপেক্ষায় থাকা আমের ব্যাপক ক্ষতি হয়েছে। গাছতলা গুলোতে গাছ থেকে পড়া আমের স্তর পুর্ণতা পায়। সবজি ও উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। দেবহাটার কুলিয়া, পারুলিয়া, সখিপুর, গাজীরহাট এলাকার দোকান পাটে থাকা সাইনবোর্ড, বিলবোর্ড এর উলে­খযোগ্য অংশ ভেঙ্গে পড়েছে। টং ঘরগুলো স্থানচ্যুত হয়েছে। চিংড়ীর ঘেরের বাসা ভেঙ্গে পড়ছে, ব্যাপক বৃষ্টিপাতে উপজেলা সংযোগ সড়ক গুলোতে পানি জমেছে। দেবহাটা সখিপুর সড়কের শুকনো গাছের ডাল ভেঙ্গে পড়ার খবর পাওয়া গেছে। ঝড়বৃষ্টির পর আম বাগানে আম কুড়ানো উৎসব শুরু হয়। বিদ্যুৎ সরবরাহ লাইন ক্ষতিগ্রস্থ হয়েছে। এ রিপোর্ট লেখার সময় রাত দশটা বিশ মিনিট বিদ্যুৎ বিহীন দেবহাটা। বিদ্যুতের তারে গাছ পড়ে অনেক এলাকায় তার ছিড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ বলে জানিয়েছে পল­ী বিদ্যুৎ কর্তৃপক্ষ। প্রত্যক্ষ দর্শকের অভিমত অত্যন্ত শক্তিছিল ঝড়ের গতির। আকস্মিক ঝড়ের কারনে জনজীবন থেমে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com