দেবহাটা অফিস \ বিপুল সংখ্যক ভক্ত, দর্শনার্থীর উপস্থিতিতে ও অংশগ্রহনে দেবহাটা পাঠবাড়ীতে গোকুলানন্দে অন্নকুট মহোৎসব উদযাপিত হলো। আমাদের দেবহাটার সদর প্রতিনিধি উত্তম কুমার রায় জানান জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা হতে অন্নকুট মহোৎসবে উপস্থিত হন। পাঠক হিসেবে উপস্থিত ছিলেন প্রভু পাদ তপন দাস গোস্বামী, জির শিষ্য গোপাল কৃষ্ণঘোষ বংশীপুর ও ইন্দ্রজিৎ। পরিচালনা করেন গোবিন্দ দাস গোস্বামী, শুভঙ্কর রায়, সুব্রত বাসার সহ অপরাপর ভক্তবৃন্দগন।