দেবহাটা অফিস \ দেবহাটায় কার্যক্রম পরিচালনা কারী এনজিওদের (এনজিও সমন্বয় কমিটি) সাথে গতকাল সভা করলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, গতকাল নির্বাহী অফিসারের অফিস কক্ষে উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি ও এমজেএফ এর সমন্বয়কারী মীর খায়রুল আলম, উত্তরনের শফিকূল ইসলাম, সুশীলনের টিপু সুলতান, ওয়ার্ল্ড ভিশনের নরেশ মারেন্ডি, আইডিয়ালের প্রযতি সরকার, অনিক এর মেহের আলী প্রমুখ।