দেবহাটা অফিস \ সাতক্ষীরা জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে গতকাল রাতে দেবহাটা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন এর উদ্যোগে আনন্দ ও শুভেচ্ছা মিছিল হয়েছে। সখিপুর মোড় হতে আনন্দ মিছিলটি সখিপুরের সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ করে নব গঠিত জেলা কমিটির আহ্বায়ক পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতি, ডা: মনিরুজ্জামান ও আকতারুজ্জামানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একইসাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান। আনন্দ ও শুভেচ্ছা মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দেবহাটা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম বিলাহ, বিএনপির অন্যতম নেতা দেবহাটা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন মেম্বর, মোখলেছুর রহমান মুকুল, হাসান সরাফি, প্রভাষক কামাল হোসেন, আলতাফ হোসেন, রিয়াজুল মোল্যা, সুমন বাবু, যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ প্রমুখ। বক্তারা নব গঠিত কমিটির নেতৃবৃন্দকে সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকীর পক্ষ থেকেও শুভেচ্ছা জানান।