দেবহাটা অফিস ॥ আগামী ১৩ নভেম্বর খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে গতকাল দেবহাটা উপজেলা যুবলীগ বিশেষ বর্ধিত সভা করেছে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিন্নুর, প্রধান অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় সদস্য এড. এম. মোক্তার হোসেন টুকু। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন যুবলীগের যুগ্ম আহবায়ক স,ম আব্দুস সাত্তার, কাজী নজরুল ইসলাম হিল্লোল, তানভীর হুসাইন সুমন প্রমুখ। সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক বিজয় ঘোষ, বিশেষ বর্ধিত সভায় উপজেলা যুবলীগ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধানমন্ত্রীর খুলনা জনসভা সফল সফল করনে বহুবিধ সিদ্ধান্ত গৃহীহত হয়।