দেবহাটা অফিস \ সমাজসেবা দিবসে দেবহাটা সমাজ সেবা দপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার সহ প্রতিবন্ধী বান্ধব উপকরণ বিতরণ করা হয়েছে। আমাদের দেবহাটা সদর প্রতিনিধি উত্তম কুমার রায় জানান সমাজ সেবা দিবসে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও প্রতিবন্ধীবান্ধব সামগ্রী বিতরণ করা হয়। দিন ব্যাপী আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান, সভাপতিত্ব করেন সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, অধ্যক্ষ হাফিজুর রহমান, জামায়াত নেতা ফয়জুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র নেতৃত্ব তানভীর ইসলাম প্রমুখ।