মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

দেশের জনগণকে পরিসংখ্যান বিষয়ে সম্পৃক্ত করা প্রয়োজন -সিটি মেয়র

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম। দেশের জনগণকে পরিসংখ্যান বিষয়ে অবহিত ও সম্পৃক্ত করার লক্ষ্যে দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিসংখ্যান ব্যুরো জনশুমারি, কৃষিশুমারি, অর্থনৈতিকশুমারিসহ বিভিন্ন প্রকার সার্ভে যদি সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনা করতে পারে তাহলে দেশের মানুষকে আরো উন্নত করা সম্ভব হবে। তিনি রবিবার সকালে নগরীর শহিদ হাদিস পার্কে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ‘গুণগত পরিসংখ্যান উন্নত জীবনের সোপন’। মেয়র আরও বলেন, জাতীয় পরিসংখ্যান দিবস এর তাৎপর্য সর্বসাধারণের মাঝে তুলে ধরতে দিবসটির প্রতিপাদ্য ও এবারের স্লোগন জনগণের কাছে তুলে ধরা প্রয়োজন। এজন্য তিনি সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্তি বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ শহিদুল ইসলাম ও জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা পরিসংখ্যান কার্যালয়ের বিভাগীয় যুগ্ম পরিচালক মোঃ আশরাফুল আলম সিদ্দিকী। -তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com