শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় পারদর্শী করে উন্নয়নের ধারায় সম্পৃক্ত করতে হবে দাকোপে এমপি ননী গোপাল মন্ডল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

দাকোপ (খুলনা) প্রতিনিধি ॥ বর্তমান সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আমাদের শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জন করতে হবে। শিক্ষার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। বিশেষ করে ধর্মীয় শিক্ষার পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীদের আধুনিক বিজ্ঞান শিক্ষায় পারদর্শী করে জাতীয় উন্নয়নের মূল ধারার সাথে সম্পৃক্ত করতে হবে। রবিবার বেলা ১১ টায় চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসার ২৫ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা-১ আসনের সংসদ সদস্য এবং ধর্ম মন্ত্রনালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য ননী গোপাল মন্ডল এ কথা বলেন। মাদ্রসার অধ্যক্ষ মাওলানা অজিহুর রহমানের সভাপতিত্বে এবং প্রভাষক মুরারী মোহন থান্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, দাকোপ থানার অফিসার ইনচার্জ আব্দুল হক, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক অসিত বরন সাহা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ জি এম কামরুজ্জামান, সাবেক অধ্যক্ষ আব্দুল্লাহ ফকির, মোল্যা মেহেদী হাসান এতিম খানার সাবেক সভাপতি এবিএম রুহুল আমিন, চালনা এম এম কলেজের অধ্যক্ষ অসীম কুমার থান্দার, মোহাম্মাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শাহাবুদ্দিন মোল্যা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর খুলনার সহকারী প্রকৌশলী গৌতম মজুমদার, উপসহকারী প্রকৌশলী আশিকুল ইসলাম। বক্তৃতা করেন চালনা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শেখ মেহেদী হাসান, জেলা পরিষদের সাবেক সদস্য জয়ন্তী রানী সরদার, গাজী আঃ রহিম, চালনা পৌরসভার কাউন্সিলর আঃ গফুর সানা, নাসিমা বেগম। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তৃতা করেন মাদ্রাসার ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটির আহবায়ক এ এইচ এম শহীদুল্লাহ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ননী গোপাল মন্ডল এমপি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্মিত মাদ্রাসার ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ফলক উন্মোচন করেন। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com