শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানে এবার সাইবার হামলার তৎপরতা, প্রথম পদক্ষেপে ব্যর্থ ভারতীয় হ্যাকাররা ভারত-পাকিস্তানকে সংযমী হওয়ার আহŸান চীনের গাজার বাসিন্দাদের কাছে অবিলম্বে মানবিক সহায়তা পৌঁছাতে হবে : রেড ক্রস ২০২৭ সালের মধ্যে রুশ গ্যাস আমদানি বন্ধের প্রস্তাব ইইউ’র আজ মস্কোতে পুতিন-শি বৈঠক, আলোচনা হবে ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্র নিয়ে রাশিয়ার ঐতিহাসিক বিজয় দিবস প্যারেডে থাকবেন শি ও লুলাসহ ২৯ বিদেশি নেতা গাজায় ইসরাইলের অভিযানের বিরোধিতা চীনের রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে ফাইনালে ইন্টার যুদ্ধের প্রভাবে অনিশ্চিত বাংলাদেশের দুই গুরুত্বপূর্ণ সিরিজ পাকিস্তানে নিরাপদেই আছেন নাহিদ-রিশাদ

নগরঘাটায় ঘেরের ভেড়িতে লাইয়ের চাষ \ মাছ চাষের পাশাপাশি বাড়তি আয়ের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

বিলাল হুসাইন নগরঘাটা থেকে \ তালার নগরঘাটায় মৎস্য ঘেরের ভেড়িতে লাউ চাষ করে বাড়তি আয়ের পথ খুঁজছেন নগরঘাটা হাজরাতলা গ্রামের মৃত শাহাদ আলী আনসারীর পুত্র কৃষক মোঃ ইনদাদুল ইসলাম। দুই বছর ধরে অনাবৃষ্টির কারণে মৎস্য চাষীরা বেশ ক্ষতির মধ্যে রয়েছেন। এই ক্ষতি পুষিয়ে উঠতে তাই মাছ চাষের পাশাপাশি কৃষকরা ঘেরের ভেড়িতে তরকারি উৎপাদনের পন্থা বেছে নিয়েছেন। এসিআই কোম্পানির হাইব্রিড জাতের লাউ চাষ করেছেন কৃষক মো: ইমদাদুল ইসলাম। তিন বিঘা জমির ঘেরের ভেড়িতে মোট ৪০০ মত লাউয়ের বীজ রোপন করেছে। বৈশাখ মাসের প্রথম দিকে বীজ রোপণ করেছে। চারা রোপনের ঠিক দুই মাস পর থেকে গাছে লাউ আসতে শুরু করে। বর্তমানে তিনি প্রায় এক মাস দরে গাছ থেকে লাউ উঠাতে শুরু করেছে। প্রথম থেকে লাউ স্বল্প পরিসরে উঠতে শুরু করলেও তা আস্তে আস্তে বাড়তে থাকে। বর্তমানে তিনি প্রতিদিন ৮০ থেকে ৯০ পিছের মত লাউ উত্তোলন করছেন। প্রথম দিকে লাউ বিক্রি করেছেন ২৮ টাকা থেকে ৩০ টাকা দরে। বর্তমানে ১৮ টাকা থেকে ২০ টাকা দরে লাউ বিক্রি করছেন। এই পর্যন্ত তিনি ৩০ থেকে ৩৫ হাজার টাকার লাউ বিক্রি করেছেন। তবে তিনি জানান এইভাবে শেষ পর্যন্ত বিক্রি হয় তাহলে ৪৫ থেকে ৫০ হাজার টাকার মত লাউ বিক্রি করবেন। তবে অল্প খরচে বেশি লাভবান হওয়ায় আবার নতুন করে লাউয়ের বীজ রোপণ করবেন বলে তিনি জানান।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com