নগরঘাটা প্রতিনিধি ঃ ভ্যাপচা গরম আর অন্যদিকে বিদ্যুতের লোডশেডিং এর কারণে তালার নগরঘাটায় জনজীবন নাভিশ্বাস হয়ে উঠেছে। সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রমের পরে একটু প্রশান্তির আশায় ঘরে এসে দেখা যায় বিদ্যুতে নেই বিদ্যুতের চরম লোডশেডিং। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় বিদ্যুতায়ীত বিভিন্ন কলকারখানা প্রায় সময় বন্ধ থাকতে দেখা যায়। আগামী ১৯ জুন এস,এস,সি ও সমমনা পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু। অভিভাবকরা জানান এদিকে শিক্ষার্থীদের বাড়তি মনোস্তাত্বিক চাপ অন্যদিকে বিদ্যুতের ঘনঘন আসা যাওয়ার ভেলকিবাজীর কারনে পরীক্ষার্থীদের পাঠদানে দারুনভাবে ব্যাহত হচ্ছে। যার ফলে শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে। এমতাবস্থায় সচেতন অভিভাবকবৃন্দ উক্ত পরীক্ষা চলাকালিন সময়ে বিদ্যুত সরবরাহ সঠিকভাবে নিশ্চিত করার জন্য সংশ্রিষ্ট কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করেছেন।