শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৫৭ পূর্বাহ্ন

নতুন বাজেট পেশ করা হবে ৯ জুন -অর্থমন্ত্রী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

এফএনএস: আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেট ৯ জুন জাতীয় সংসদে পেশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল বুধবার দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বাজেটের আকার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বছর আমরা সবকিছু জানিয়ে করেছি। জনগণ যাতে আরও জানতে পারে, সে রকম তথ্যাদি বিবেচনায় রেখেই আমরা বাজেট সাজিয়েছি। জুনের ৯ তারিখ বাজেট পেশ করা হবে। করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা আছে, আসছে বাজেটে এটা বৃদ্ধির কথা বিবেচনা করছেন কিনা জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, আমাদের আইটেম ওয়াইজ আলোচনা আরও করতে হবে। আমাদের এনবিআর আছে, তাদের সঙ্গে বসতে হবে। আমাদের নিজস্ব মন্ত্রণালয়ের বিভাগ ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে আমরা বাজেটটি আমরা তৈরি করব। আরও কিছু দিন সময় লাগবে। তিনি বলেন, আমাদের দেশের জনগণের যাতে করে ভোগান্তি না বাড়ে এবং তাদের উপর বোঝা যেন বেশি না বাড়ে সেজন্য আমরা কাজ করছি। আমরা আশা করি, সেগুলো কম বেশি আমরা অবশ্যই বিবেচনায় নেবো। বাংলাদেশ ব্যাংক রিজার্ভসহ অন্যান্য বিষয় নিয়ে চিন্তিত, কিন্তু সরকার ভিন্ন কথা বলছে এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এক বছরের যে কাজ সেটার রিফ্লেকশন হবে বাজেটে। সবকিছুর জবাব বাজেটেই পাবেন। বাংলাদেশ ব্যাংকের মূল কাজ হচ্ছে ব্যাংকগুলো আছে তাদের সাথে সম্পৃক্ত থাকতে হবে। তিনি বলেন, আমাদের দেশের যে সমষ্টিক অর্থনীতির বিভিন্ন ফান্ডগুলো নিয়ে কাজ করতে হবে। মনিটরিং পলিসিতে তারা যা করার দরকার করছেন। সেজন্য আমরা সুন্দরভাবে পার করতে পেরছি। এখনো বিশ্বাস করি বাংলাদেশ ব্যাংক যা করবে দেশের সার্বিক পরিস্থিতি এবং আমাদের বাইরের সমস্যাগুলো আছে সেগুলো বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিলে কোন সমস্যা হবে না। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আমাদের রপ্তানি বাড়লেও কখনও আমদানিকে ওভারটেক করা যাবে না। আমদানি সব সময় বেশি থাকবে। তিনি বলেন, আমরা পাবলিক ও প্রাইভেট উভয় খাত থেকে আমদানি করি যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়। আর যদি দামি পণ্য হয় সেগুলো নিয়ন্ত্রণের চেষ্টা অবশ্যই করবো। বাংলাদেশ ব্যাংক আমদানি নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে, আরও নিয়ন্ত্রণের চিন্তাভাবনা রয়েছে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আমাদের অনেক রকম আমদানি আছে। একটা আমদানি হচ্ছে প্রজেক্টের সঙ্গে সরাসরি রিলেটেড, সেটা আমরা এলাউ করি। তিনি বলেন, আমাদের রপ্তানি অনেক বেড়ে গেছে। আমাদের রপ্তানি বাড়লেও কখনও আমদানিকে ওভারটেক করতে পারবো না। আগে আমদানি হয়নি এখন আমদানি হচ্ছে। যেগুলোর দাম বেড়েছে সেগুলোকে নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ব্যাংকের এ কাজটি করতে হয়। অর্থমন্ত্রী বলেন, আমদানি নিয়ন্ত্রণে সবসময় পদক্ষেপ নেওয়া হয়। আমদানি নিয়ন্ত্রণ তো করতেই হবে, এটা তো ওপেন না। যেসব পণ্য জনসাধারণের জন্য লাগবে সেখানে আমরা নিয়ন্ত্রণ করি না। সব জিনিসের দাম সারাবিশ্বে বেড়ে গেছে জানিয়ে আ হ ম মুস্তফা কামাল বলেন, বিশ্বব্যাংক মার্চ মাসের প্রতিবেদন ছাপিয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী গত ১ বছরে বিশ্বে গমের মূল্য বেড়েছে ৩৮ শতাংশ। গরুর মাংস ৩৫ শতাংশ, মুরগির মাংস ৫৫ শতাংশ, সয়াবিন তেলের দাম বেড়েছে ৩৭ শতাংশ, চিনি ১১ শতাংশ, চা ১৩ শতাংশ, জিএসপি সার ৬৫ শতাংশ এবং ইউরিয়া সারের দাম দাম বেড়েছে ২৩৪ শতাংশ। আমাদেরও উচ্চ দামে এগুলো কিনতে হয়। সেখানে আমাদের সমন্বিত প্রয়াস অব্যাহত রেখে কাজটি করতে হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com