শনিবার, ২০ জুলাই ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন

নদী ভাঙ্গন ও দুষণ রোধ করতে হবে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২

বাংলাদেশ নদী প্রধান দেশ। আবহমানকাল হতে আমাদের দেশের একপ্রান্ত হতে অন্যপ্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে বহু সংখ্যক নদী। বলা যায় দেশের অভ্যন্তর ভাগ দিয়ে বয়ে চলেছে মত সহস্র নদ নদী আর বয়েচলা নদ নদীর কারনেই দেশের যাতায়াত যোগাযোগ সহ অর্থনীতিতে বইছে বিশেষ সুবাতাস। বাস্তবতা হলো দেশের অভ্যন্তর ভাগ দিয়ে প্রবাহমান নদ নদীর কল্যানে আমাদের কৃষিতে উন্নয়ন ও উন্নতি ঘটেছে। কৃষি প্রধান বাংলাদেশের নেপথ্যে বিদ্যমান নদ নদী। আর্থ সামাজিক বাস্তবতা ও পরিস্থিতি বিশ্লেষন করলে যে বিষয়টি প্রতিয়মান হয় তা হলো নদীর কল্যানে দেশের পরিবেশ, জলবায়ূ ভূ-প্রকৃতি নিয়ন্ত্রীত হয়। আমাদের দেশের নদ নদীর প্রবাহমান এবং বয়ে যাওয়া দৃশ্যতঃ দেশের পরিবেশের জন্য আর্শীবাদ। নদী আমাদের জীবনের কথা বলে, নদ নদী এদেশের মানুষের জীবন যাত্রার সাথে ওৎ প্রোত ভাবে মিশে আছে। নদীর কারনেই মানুষের সামগ্রীক জীবন যাত্রার উন্নতি ঘটেছে। নদী আমাদের জীবন ধারনের অন্যতম উৎস্য। নদ নদী আমাদের দৃশ্যতঃ বন্ধু কিন্তু বাস্তবতা হলো দেশের নদী গুলোর উলে­খযোগ্য অংশ প্রতিনিয়ত ভেঙ্গে চলেছে। নদ নদী গুলোর একটি অংশ স্রোতহীনতায় পরিনত হয়েছে। দখলে, দূষনে আমাদের নদ নদী গুলোর অংশ বিশেষ মৃত প্রায়। সাতক্ষীরার বাস্তবতায় থেমে নেই নদী ভাঙ্গন। বিশেষ করে সীমান্ত নদী ইছামতি, কালিন্দী আর রায়মঙ্গল ভেঙ্গেই চলছে। খোলপেটুয়া নদীতে আশাশুনির দুঃখে পরিনত হয়েছে। নদী ভাঙ্গন, নদী দুষণ আর নদীর জায়গা দখল রোধ করতে হবে। নদী ভাঙ্গন রোধে স্থায়ী কার্যক্রম গ্রহন করতে হবে। আমাদের জীবনের অংশ নদীকে বাঁচাতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com