মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নলতায় অতিরিক্ত খাজনা আদায় না করতে ইউপি চেয়ারম্যানের মাইকিং

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতার হাটে অতিরিক্ত খাজনা আদায় না করতে নলতা হাট ও দোকান মালিক কমিটির সভাপতি ও নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানে পক্ষে গত বুধবার সকালে মাইকিং করা হয়েছে। উক্ত কমিটির সাংগঠনিক সম্পাদক লাভলু আক্তার এই মাইকিং করেন। মাইকিং এ বলা হয় একটি বিশেষ ঘোষনা, এতদ্বারা নলতা হাট পেরিফেরীর আওতায় সমস্ত দোকানদার, চটফরিয়া ও সমস্ত বিক্রেতা গণকে জানানো যাইতেছে যে, আপনারা সপ্তাহে ২ দিন প্রতি শনি ও মঙ্গলবার রশিদ গ্রহন পূর্বক স্ব স্ব খাজনা প্রদান করিবেন। প্রকাশ থাকে সপ্তাহের আর বাকি অন্য কোন দিন খাজনা দিবেন না। আদেশক্রমে মোঃ আজিজুর রহমান সভাপতি নলতা হাট ও দোকান মালিক কমিটি ও চেয়ারম্যান ৬নং নলতা ইউনিয়ন পরিষদ, কালিগঞ্জ, সাতক্ষীরা। এব্যাপারে চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, নলতার হাটের দিন হলো সপ্তাহে প্রতি শনি ও মঙ্গলবার। কিন্তু প্রতিদিন খাজনা আদায় করা হচ্ছে। তাছাড়াও সরকারী নিতিমালা ছাড়াও অতিরিক্ত খাজনা আদায় করা হচ্ছে। তাই সরকারী নিতিমালা অনুযায়ী খাজনা আদায় করতে বলা হয়েছে। মাইকিং করায় ব্যবাসয়ীরা খুশি হয়েছেন এবং তারাও নিতিমালা অনুযায়ী খাজনা আদায় করার দাবী জানিয়েছে। হাট ইজারা নেওয়া সাবেক নলতা ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী বলেন, নলতা হাট সপ্তাহের প্রতিদিন বসে। সিডিউলে শনি ও মঙ্গলবার খাজনা আদায় করতে হবে এমন নির্দেশনা নেই। বিগত বছরগুলোতে যেভাবে আদায় করা হতো আমিও সেই ভাবে আদায় করতে বলেছি। সরকারী নিতিমালা অনুযায়ী খাজনা আদায় করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com