মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৩ পূর্বাহ্ন

নলতায় ঘুড়ি উড়াতে যেয়ে এক কিশোরের মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

বিশেষ প্রতিনিধি \ রাতে ঘুড়ি উড়াতে যেয়ে বালুতে পড়ে শান্ত (১৬) নামক এক কিশোরের মর্মান্তিক মৃত্যুতে হয়েছে। মৃত শান্ত সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতার পন্ডিত পাড়ার বাবু বাবুর্চির একমাত্র পুত্র। গত ১৫ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে এ এঘটনা ঘটে। জানা যায়, শান্ত শুক্রবার রাতে অধ্যাপক ডা: রুহুল হক পলিটেকনিক ইনস্টিটিউট এন্ড ট্রেনিং সেন্টার চত্ত¡রে বালু দিয়ে ভরাট করা মাঠে অন্য বন্ধুদের ন্যায় ঘুড়িতে লাইট বেঁধে উপরে উড়াতে থাকে। এক পর্যায়ে রাত সাড়ে ৯ টার দিকে ঘুড়ির নাটাই হাতে নিয়ে উপরে ঘুড়ির সাথে লাইট জ্বলার মনোরম দৃশ্য দেখতে দেখতে পথ চলার সময় হঠাৎ বালুতে পড়ে হাঁপাতে থাকে শান্ত। এসময় সাথে থাকা বন্ধুদের আত্ম চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এসে তাকে নলতা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শুরু হয় বাঁধভাঙা কান্না। একটি মাত্র সন্তানকে হারিয়ে মা-বাবা যেমন উন্মাদ হওয়ার উপক্রম হয়েছে। তেমনি হাঁসি-খুঁশিতে প্রাণচাঞ্চল্য থাকা শান্ত’র মৃত্যুতে পরিবারের আর্তনাদে নলতা শরীফ এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। ১৬ এপ্রিল শনিবার বাদ যোহর নলতা শরীফ শাহী জামে মসজিদে নামাজে জানাজা শেষে শান্তকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com