শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৩:০৯ অপরাহ্ন

নলতা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৪ জুলাই, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল ২৩ জুলাই রবিবার বেলা ১১টায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ে সভাপতি সাতক্ষীরা- ৩আসনের সংসদ সদস্য আলহাজ্জ ডাঃ আফম রুহুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদ মেহেদী, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুন রহমান, কালিগঞ্জ উপজেল মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সাবেক প.প কর্মকর্তা ডাঃ আকছেদুর রহমান, কালিগঞ্জ উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ মোঃ আনিছুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক আলহাজ্জ মোঃ আবুল হোসেন পাড়, কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শিক্ষক গাজী মিজানুর রহমান, নিহত রাজপ্রতাবের জ্যাঠা দেবীরঞ্জন দাশ। এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। নলতা সরকারী প্রাথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল হকের সঞ্চালনায় অন্্ুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ ও অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, শিরিনা, মোঃ রফিকুল ইসলাম খোকন, হিরা রহমান, মোঃ মুজিবর রহমান বাবলু, কমলা রানী বিশ^াস, অনন্তকুমার মন্ডল, আনিছুর রহমান প্রমূখ। সকলেই তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে অতিদ্রæত স্কুলে পাঠদানের পাশাপশি স্কুল চলাকালীন সময়ে যাতে কোন শিক্ষার্থী বাহিরে না যেতে পারে তার ব্যবস্থা করা। কোন শিক্ষার্থী স্কুলে না আসলে অভিভাবকদের জানানোসহ শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্কুল কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান করেন। এছাড়াও কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুন রহমান অভিভাবকদের সতর্ক করে বলেন, অপ্রাপ্ত বয়স্কদের হাতে স্মাট মোবাইল ফোন দেওয়া যাবে না। যদি কোন অপ্রাপ্ত বয়স্কদের হাতে শুধু স্কুলে নয়, পথে ঘাটে, হাটে-বাজারে যেকোন জায়গায় স্মাট মোবাইল ফোন দেখলে তা নিয়ে নেওয়া হবে। আপনারা আপনাদের সন্তানের দিকে খেয়াল রাখবেন। তারা যেন বিপদগামী না হয়। সকলের বক্তব্য শোনার পর প্রধান অতিথি বলেন, স্কুলের শিক্ষার্থী রাজপ্রতাপ দাসের মৃত্যুর বিষয়টি তদন্তপূর্বক ন্যায়বিচার নিশ্চিত করা হবে এবং ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের সাথে আলোচনা করে দ্রæত স্কুল খোলার ব্যবস্থা করা হবে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com