কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে শ্যামনগর উপজেলা আ“লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের পক্ষে ভোট চেয়ে গনসংযোগ করেছেন। শুক্রবার সকাল ১০টায় প্রথমে নাজিমগঞ্জ বাজারের ব্যাবসায়ীদের সাথে কুশলবিনিময় ও আসন্ন সংসদ নির্বাচনে আ“লীগের নেীকা প্রতিকের ভোট চেয়ে গনসংযোগ করেন। বাজারের সর্ব স্তরের ব্যাবসায়ী ও হাটে আগত সকল শ্রেনীর মানুষের সাথে কুশলবিনিময় করেন। কালিগঞ্জ উপজেলার নেতাকর্মি ও শ্যামনগর উপজেলার নেতাকর্মিদের সম্বন্ময়ে নাজিমগঞ্জ বাজার ব্যাবস্থাপনা নেতৃবৃন্দের সাথে নিয়ে উক্ত গনসংযোগ পরিচালনা করেন। শেষে নাজিমগঞ্জ বাজার জামে মসজিদে জুম্মানামাজ আদায় করেন। জুম্মানামাজ পূর্বে তিনি উপস্থিত মুসুলিবৃন্দদের উদ্দেশ্যে উপজেলা আ“লীগের সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস এম আতাঊল হক দোলন বলেন বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নে বিশ্বে এক রোল মডেলে পরিনত হয়েছে। দেশের শিক্ষা,স্বাস্থ্য যোগাযোগ, কৃষি, তথ্য, আইটিখাত সহ যোগাযোগ সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন সাধন হয়েছে। পদ্মা সেতু, মেট্রোরেল, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, চট্রগ্রামের কর্নফুলী ট্যানেল, সহ অগননিত মেঘা প্রকল্পের কাজ সম্পন্ন ও চলমান। তাই দেশের উন্নয়নে দেশের মঙ্গলে দেশকে আর ও এগিয়ে নেওয়ার স্বার্থে শেখ হাসিনার হাতকে আর শক্তিশালী করার লক্ষে নেীকা প্রতিকে ভোট চান। পরে তিনি সরকারের উন্নয়নের কর্মকান্ড তুলে ধরেন এবং লিফলেট বিতারন করেন। গনসংযোগের উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার দলীয় নেতাকর্মি ও শ্যামনগর উপজেলা আ“লীগের যুগ্ন সাধারন সম্পাদক স ম আব্দুস সাত্তার সাবেক ছবাত্রনেতা ও শিক্ষা বিষয়ক সম্পাদক এ্যাড. শেখ নুরুজ্জামান টুটুল, তথ্যবিষয়ক সম্পাদক জ্ িএম সালাউদ্দীন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শেখ আব্দুল আলীম স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক গাজি আব্দুর রফিক, যুবলীগ নেতা স ম রেজাউল ইসলাম, মোখলেছুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষকএস এম ফজলুর রহমান, শিক্ষক মোঃ আমিনুল ইসলাম বকুল, সেচ্ছাসেবকলীগ নেতা রফিকুল ইসলাম শানা প্রমুখ।