এফএনএস: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমড়ুল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন সাত জন। আহত হয়েছেন ১৫ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গাজী অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, নিহতরা হলেনÑ নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের রুহুল আমিনের স্ত্রী মোহনা আক্তার মিলি (৩০); সদর উপজেলার পাইকোরদৌল গ্রামের শাজাহান আলীর মেয়ে সাদিয়া পারভিন (১২); ছেলে কাওছার আলী (১৮); টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ভানু প্রামাণিকের ছেলে জলিল (২৫); চাঁপাইনবাবগঞ্জ এনএস সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমান (৪৫); মাগুরা জেলার মিজানুর রহমান (২৮) ও নাটোরের সদর উপজেলার পাইকোরদৌল গ্রামের আলমগীর হোসেন (৪৮)। নিহতের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এরমধ্যে দুর্ঘটনাকবলিত ন্যাশনাল ট্রাভেলসের চারজন এবং সিয়াম পরিবহনের দুইজন ঘটনাস্থলে মারা যায়। স্থানীয় বনপাড়া আমিনা হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়। বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক আরও জানান, এতে হতাহত বাড়তে পারে।