বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন

নাহিদা শীর্ষ দশে, র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশি নারীদের দারুণ উত্থান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

এফএনএস স্পোর্টস: সদ্য সমাপ্ত নারী ওয়ানডে বিশ^কাপ বাছাইপর্বে সাফল্যের ধারাবাহিকতায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) র‌্যাঙ্কিংয়েও একাধিক বাংলাদেশি নারী ক্রিকেটার পেয়েছেন উল্লেখযোগ্য স্বীকৃতি। বোলিং কিংবা ব্যাটিংÑদুই বিভাগেই অসাধারণ পারফরম্যান্সের ফল হিসেবে র‌্যাঙ্কিংয়ে উন্নতি ঘটেছে তাদের।
বিশেষ করে বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার উঠে এসেছেন নারী ওয়ানডে বোলারদের তালিকার শীর্ষ দশে। স্কটল্যান্ডের বিপক্ষে ৪০ রানে ৪ উইকেটসহ, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে একটি করে উইকেট শিকারের সুবাদে নাহিদা বর্তমানে বোলারদের মধ্যে ১০ নম্বরে অবস্থান করছেন। এটি তার ক্যারিয়ার সেরা অবস্থান না হলেও, মাত্র তিন ধাপ দূরে রয়েছে সেই মাইলফলক। এছাড়া তার রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬১৮।
বোলিং বিভাগে আরও উন্নতি করেছেন তরুণ পেসার মারুফা আক্তার, যিনি শেষ তিন ম্যাচে ৪ উইকেট নিয়ে ১১ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৪৯তম স্থানে পৌঁছেছেন। রাবেয়া খান এক ধাপ এগিয়ে ২২তম এবং ফাহিমা খাতুন দুই ধাপ এগিয়ে ৪৬তম স্থানে উঠে এসেছেন।
ব্যাটিংয়ের দিকে তাকালে দেখা যায়, বিশ^কাপ বাছাইয়ের সেরা একাদশে জায়গা পাওয়া শারমিন আক্তার তুলে নিয়েছেন নিজের ক্যারিয়ারের সেরা র‌্যাঙ্কিং। স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে যথাক্রমে ৫৭, ৬৭ ও ২৪ রানের ইনিংস খেলে তিনি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ২১তম স্থানে উঠে এসেছেন।
আরও এক চমক এনেছেন অলরাউন্ডার রিতু মনি। ব্যাট হাতে তিন ম্যাচে ১২, ১৫ ও ৪৮ রানের ইনিংস খেলে তিনি ১৫ ধাপ এগিয়ে এখন অবস্থান করছেন ৭৩তম স্থানে। তার এই উন্নতি দলের জন্য যেমন উৎসাহব্যঞ্জক, তেমনি তার নিজের ক্যারিয়ারেও নতুন উদ্দীপনা যোগ করেছে।
এদিকে, দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, যিনি বাছাইপর্বের সেরা একাদশে জায়গা পেয়েছেন, র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে ১৯তম স্থানে অবস্থান করছেন।
বাংলাদেশ নারী দলের এই র‌্যাঙ্কিং উন্নতি বিশ^কাপের মূল পর্বে অংশ নেওয়ার আগে আত্মবিশ^াস বাড়াবে নিঃসন্দেহে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com