এফএনএস স্পোর্টস: চিরপ্রতিদ্ব›দ্বী পাকিস্তানকে ১০৭ রানে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ভারতের নারী দল। কিন্তু দ্বিতীয় ম্যাচেই হোচট খেল তারা। বৃহস্পতিবার স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৬২ রানে হেরেছে মিতালি রাজের দল। বিশ্বকাপের আগে গত ফেব্র“য়ারিতে কিউইদের বিরুদ্ধে পাঁচটি ওয়ানডে খেলেছিল ভারতীয় নারী দল। সেই সিরিজ ভারত হেরেছিল ৪-১ ব্যবধানে। এবারো ভারতের ওপর আধিপত্য দেখাল কিউই মেয়েরা। গতকাল বৃহস্পতিবার হ্যামিলটনের সেডন পার্কে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ভারত। কিউই অধিনায়ক সোফি ডিভাইনের ৩০ বলে ৩৫, অ্যামেলিয়া কেরের ৬৪ বলে ৫০ ও অ্যামি স্যাটার্থওয়েটের ৮৪ বলে ৭৫ রানে ভর করে নিউজিল্যান্ড ৯ উইকেটে ২৬০ রান সংগ্রহ করে। ভারতের পক্ষে ১০ ওভারে ৩৪ রান দিয়ে ৪টি উইকেট নেন পূজা বস্ত্রকার। এক উইকেট নিয়ে ইতিহাসের পাতায় ঢুকেছেন ভারতের বোলার ঝুলন গোস্বামী। ৩৯ বছর বয়সী এই তারকা এখন যুগ্মভাবে মহিলাদের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি। ৩৯ উইকেট নিয়ে তিনি স্পর্শ করলেন লিন ফুলস্টনকে। ২৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩০ ওভারে ৯৭ রানে চার উইকেট হারায় ভারত। ইয়াস্তিকা ভাটিয়া ২৮, স্মৃতি মান্ধনা ৬, দীপ্তি শর্মা ৫ ও মিতালি রাজ ৩১ রান করে সাজঘরে ফিরেন। পাঁচে নামা হারমানপ্রীত কউর ৬৩ বলে ৭১ রানের ইনিংস খেললেও ভারত অলআউট হয় ১৯৮ রানে। ফলে ৬২ রানের বড় জয় পায় নিউজিল্যান্ড। কিউইদের পক্ষে তিনটি করে উইকেট নেন লিয়ে থাহুহু ও অ্যামেলিয়া কের। ৮৪ বলে ৭৫ রান করা অ্যামি স্যাটার্থওয়েটের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।