সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সংসদ নির্বাচনে আ’লীগ প্রার্থী আতাউল হক দোলনের নির্বাচনীয় কর্মী সমাবেশ অনুষ্ঠিত বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান কপিলমুনিতে মুক্ত দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত আশাশুনিতে বেগম রোকেয়া দিবস পালিত আশাশুনিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা কয়রায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও শ্রেষ্ঠ সাত জয়িতাকে সম্মাননা প্রদান আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত দাকোপে আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

নিজেদের মধ্যে গোলাগুলিতে ৫ বিএসএফ সদস্য নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৭ মার্চ, ২০২২

এফএনএস বিদেশ : ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবে সতীর্থদের সঙ্গে বিবাদকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় দেশটির সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের পাঁচ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গুলি চালানো সদস্যও রয়েছে। গতকাল রোববার স্থানীয় সময় সকালে পাঞ্জাবের অমৃতসরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এ ঘটনায় আরো এক বিএসএফ সদস্য আহত হয়েছেন এবং তার অবস্থাও আশঙ্কাজনক। জানা গেছে, অমৃতসরের খাসা গ্রামে বিএসএফ-এর ১৪৪ নম্বর ব্যাটালিয়নের মেসে ঘটনাটি ঘটে। সাতেপ্পা এসকে নামে বিএসএফ-র এক কনস্টেবল আচমকা সতীর্থদের নিশানা করে এলোপাথাড়ি গুলি চালানো শুরু করে। এতে গুরুতর আহত হন বেশ কয়েকজন। সেখান থেকে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে সময় অভিযুক্ত হামলাকারী অন্য সদস্যদের গুলিতে নিহত হন। তবে কি কারণে ওই কনস্টেবল গুলি চালিয়েছিলেন তা এখনো স্পষ্ট নয়। বিএসএফের তরফে জানানো হয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com