শনিবার, ২০ জুলাই ২০২৪, ১০:২৩ অপরাহ্ন

নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি’র উদ্যোগে বিজিবি দিবস পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে\ শ্যামনগর উপজেলার নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি’র উদ্যোগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস ২০২২ পালিত হয়েছে। গতকাল ২০ ডিসেম্বর মঙ্গলবার নীলডুমুর ব্যাটালিয়ান ১৭ বিজিবির কার্যালয়ে দিবসটি উপলক্ষ্যে দিনভর বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। ভোর ৫ টা ৫০ মিনিটে ফজর নামাজ বাদ ব্যাটলিয়ান মসজিদে বিশেষ দোয়া মোনাজাত, ৬ টা ৩০ মিনিটে গার্ড সালামের মধ্য দিয়ে পতাকা উত্তোলন, ৮ টা ৩০ মিনিটে অধিনায়কের বিশেষ দরবার অনুষ্ঠিত হয়। দুপুর ২ টা ৩০ মিনিটে বিজিবি দিবস উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। উক্ত কেক কাটা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে লেঃ কর্ণেল মোহাম্মদ কামরুল আহসান এসজিপি, পিইঞ্জ, ইঞ্জিনিয়ার্স, অধিনায়ক নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজিবি দিবসের কেক কাটেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। উক্ত অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন, কালিগঞ্জ সার্কেল (এএসপি) মোহাম্মদ আমিনুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, নীলডুমুর ব্যাটালিয়ান ১৭ বিজিবির ক্যাপ্টেন শাহ-রেজা আল-ফামি এএমসি, সহকারী পরিচালক শাহ খালেদ ইমাম, রিভাররাইন বর্ডার গার্ড কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ আব্দুর রউফ, লেফটেন্যান্ট কমান্ডার মোস্তফা আজমল আবীর, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএন আকবর কবীর সহ নীলডুমুর ব্যাটলিয়ান ১৭ বিজিবির সকল কর্মকর্তা সদস্য, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিকাল ৪ টায় নীলডুমুর ব্যাটেলিয়ানের ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ কামরুল হাসান এর নেতৃত্বে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় এবং রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com