বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চলছে রস আনতে শেষ মুহূর্তের প্রস্তুতি, সাতক্ষীরার ঐতিহ্যের ধারক খেঁজুর রস, গুড়, পাটালী কয়েকদিন পরেই মহাসমারোহে দেখা মেলবে রসের দেবহাটায় কবর থেকে লাশ উত্তোলন আশাশুনি জলবায়ু সহনশীল পানি ও বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালার বাস্তবায়নে কর্মশালা আশাশুনি বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা বিষয়ক কর্মশালা কুমিরায় রাস্তার উপর থেকে সরকারী গাছ কাটার সময় আটক ১ বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ও নার্স অ্যাসোসিয়েশনের আলোচনা সভা সমাজসেবায় বিশেষ অবদান রাখায় মানবাধিকার সম্মাননা পেলেন আলহাজ্ব শাহজাহান জমাদ্দার ডুমুরিয়ায় সোনালী ব্যাংকে খেলাপি ঋণ আদায় ও ঋণ বিতরণ বিষয়ক মতবিনিময় কালিগঞ্জে অসহায় দরিদ্র ব্যাক্তিদের মাঝে কম্বল বিতরণ কালিগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা

নূরনগরে উশর ও ব্যবসায়িক পন্যের যাকাত বিষয়ক আলোচনা সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার নূরনগরে উশর (ফল—ফসলের যাকাত) ও ব্যবসায়িক পন্যের যাকাত বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টায় সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট—সিজেডএম এর সহযোগিতা ও পরিচালনায় ইন্সটিটিউট ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স (আইআইএসএফ)’র অধীনে নূরনগর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক, মসজিদের ইমাম, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অত্র প্রকল্পের কর্মকর্তা—কর্মচারীবৃন্দের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট জীবিকা মানবিক উন্নয়ন কেন্দ্র শ্যামনগর—০২ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইনস্টিটিউট ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স এর নির্বাহী পরিচালক মোঃ শাহরিয়ার কবীর, জয়েন্ট ডিরেক্টর মোঃ ইমরান মাহমুদ, ডেপুটি ডিরেক্টর মোঃ তারেক মাহমুদ, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের এরিয়া ম্যানেজার মোঃ রিয়াজুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মিসেস রাহেলা খাতুন প্রমুখ। এছাড়া উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন উপস্থিত সদস্যদের মধ্যে অনেকেই। এ সময় বক্তারা বলেন, আমরা শুধু জানি স্বর্ণ, রুপা, টাকার যাকাত দিতে হয়। এর পাশাপাশি ফসলেরও যাকাত দিতে হবে। আমরা যে ফল—ফসল ভক্ষন করি এটাকে হালাল করার জন্য নিয়মিত ফসলের যাকাত দিতে হবে, নচেৎ আমাদের উৎপাদিত ফসল হালাল হবে না। এমতাবস্থায় ইসলামের নিয়ম মোতাবেক ফসলের যাকাত প্রদান করতে হবে। তাহলে সমাজে ধনী—দরিদ্র পার্থক্য বা ভেদাভেদ থাকবে না। সুখি সমৃদ্ধ এবং উন্নত সমাজ গড়ার লক্ষ্যে যোগ্য ব্যক্তিদেরকে নিয়মিত যাকাত প্রদান করার লক্ষ্যে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট দেশের অভ্যন্তরে নিরলসভাবে কাজ করছে। সভায় উপস্থিত সদস্যবৃন্দ এ ধরনের বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করায় প্রকল্পের কার্যক্রমকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com