বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার আসর নামাজ বাদ বিকাল সাড়ে ৫টায় কাটাখালি উত্তরপাড়া ইসলামী যুব কমিটি ও গ্রামবাসীর উদ্যোগে দক্ষিণ হাজিপুর ঈদগাহ ময়দানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকা ও বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসলীবৃন্দের উপস্থিতিতে কাটাখালি উত্তরপাড়া জামে মসজিদের সভাপতি আলহাজ্ব গাজী আব্দুস সামাদ এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে কোরআন হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব মাওঃ এমদাদুল হক (বগুড়া)। দ্বিতীয় বক্তা হিসেবে কোরআন হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করেন আলহাজ্ব মাওঃ ক্বারী আবুল হোসেন, তৃতীয় বক্তা হিসেবে বয়ান পেশ করেন মাওঃ হাফেজ আলমগীর হোসেন সহ আলেম-ওলামায়ে কেরামগন। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, জেলা পরিষদ সদস্য শেখ মাসুদুর রহমান মুকুল, ইউনিয়ন আ’লীগের সভাপতি জি এম হাবিবুর রহমান হাবি, ইউপি সদস্য গাজী আবদুস সামাদ সামিদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র মাহফিলটি পরিচালনা করেন দক্ষিণ হাজিপুর জামে মসজিদের পেশ ইমাম মুফতি মিজানুর রহমান।