শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেবহাটার পারুলিয়া সহ অন্যান্য হাটবাজারে ঈদ কেনা কাটায় ব্যাপক উপস্থিতি সাতক্ষীরা কালিগঞ্জ সড়কের মেডিকেল কলেজ সংলগ্ন এলাকা জনদুর্ভোগ আর জনদুর্যোগের স্থলে আবারও সেই ইট সোলিং \ কিন্তু কেন? নওয়াবেঁকীতে বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রস্তুতি সভা নূরনগরের জাকির হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত নূরনগর জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরায় যমজ সন্তান পরিবারের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পলাশপোল স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রী ফোরামের ইফতার মাহফিল উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল সুন্দরবনের গহীন থেকে এক বৃদ্ধা নারী উদ্ধার বিদেশ পাঠানোর নামে নয় যুবকের অর্ধকোটি টাকা প্রতারক চক্রের পকেটে

নূরনগরে বেকারত্ব দূরীকরণে ড্রেস মেকিং, হ্যান্ডিক্রাফটস ও মোটর ড্রাইভিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে বেকারত্ব দূরীকরণে ৪ মাস ব্যাপি ড্রেস মেকিং ও হ্যান্ডিক্রাফটস এবং মোটর ড্রাইভিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪ টায় সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট—সিজেডএম এর সহযোগিতা ও পরিচালনায় নৈপুণ্য বিকাশ প্রকল্পের আওতায় গ্রানাডা টেকনিক্যাল একাডেমি (জিটিএ) সাতক্ষীরা এর অধীনে উপজেলার হাবিবপুর প্রকল্প অফিসে বেকার যুবক ও যুবাদের বেকারত্ব দূরীকরণে ২৫ জন নারীর মাঝে ড্রেস মেকিং ও হ্যান্ডিক্রাফটস প্রশিক্ষণ শেষে এবং ১৭ জন যুবকদের মাঝে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক—সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অত্র প্রকল্পের কর্মকর্তা—কর্মচারী ও প্রশিক্ষনার্থীদের উপস্থিতিতে গ্রানাডা টেকনিক্যাল একাডেমি প্রোগ্রাম কোঅর্ডিনেটর মোঃ ফরিদ হোসেন এর সঞ্চালনায় সনদপত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠুনিয়া রাজবাড়ী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবু সাঈদ মাহমুদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম শাহ—নাওয়াজ রাজু, নৈপূণ্য বিকাশ প্রকল্পের ডেপুটি ম্যানেজার মোঃ হাকিমুল ইসলাম, সিজেডএম এর ম্যানেজার মোঃ আব্দুল হালিম, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের প্রোগ্রাম ম্যানেজার মোঃ সিরাজুল ইসলাম, ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ মোবারক হোসেন মন্টু, সাংবাদিক এস এম জাকির হোসেন, ইউপি সদস্য মোঃ সাইদুর রহমান বাবু প্রমুখ। এ সময় বক্তারা বলেন, অত্র এলাকার বেকার যুবক ও যুবাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে প্রকল্পটি দীর্ঘদিন যাবত সুনামের সাথে কাজ করে যাচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে অত্র এলাকার যুবকরা তাদের আয়ের উৎস তৈরি করতে পারছে। এছাড়া প্রকল্পের মাধ্যমে অত্র এলাকার মানুষদের স্বাবলম্বী করা সহ বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করায় প্রকল্পের কার্যক্রমকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com