শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন

নূরনগরে সরকারি জায়গা থেকে একাধিক গাছ কর্তন, পরবর্তীতে জব্দ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

এস এম জাকির হোসেন শ্যামনগর থেকেঃ শ্যামনগর উপজেলার নূরনগরে সরকারি রাস্তার পাশ থেকে একাধিক গাছ কর্তন, পরবর্তীতে ইউনিয়ন ভূমি অফিস কর্তৃক কর্তনকৃত গাছ জব্দ করা হয়েছে। ঘটনা সূত্রে জানাযায়, অত্র ইউনিয়নের দূরমুজখালিতে কার্পেটিং সড়ক নির্মাণ করার লক্ষ্যে রাস্তা খোড়াখুড়ির কাজ চলছে। এই সুযোগে স্থানীয় কিছু অসাধু ও লোভী লোকজন তাদের বাড়ির সামনে রাস্তার পাশ থেকে থেকে ছোট বড় বিভিন্ন প্রকার শিশু গাছ সহ অন্যান্য কাজ কর্তন করে। গাছ কর্তনকারীরা হলেন, দূরমুজখালি গ্রামের মৃত সুরত গাজীর পুত্র আনসার গাজী ৩টি গাছ, একই গ্রামের আজিজ মোড়লের পুত্র নাজমুল মোড়ল ২টি গাছ, আনোয়ার গাজীর পুত্র আব্দুল হাকিম ১টি গাছ, রুস্তম গাজীর পুত্র আবুল হোসেন ১টি গাছ ও মৃত জুব্বার গাজীর স্ত্রী ১টি গাছ, শাহ আলমের পুত্র আব্দুর রহিম ১টি গাছ কর্তন করে। স্থানীয় লোকজন সাংবাদিকদের কাছে অভিযোগ করলে সাংবাদিকরা ঘটনাস্থলে যায় এবং ঘটনার সত্যতা দেখতে পায়। স্থানীয় ইউপি সদস্য মোঃ খলিলুর রহমানের কাছে জানতে চাইলে তিনি দৈনিক দৃষ্টিপাতকে জানান, নির্মিতব্য রাস্তার পাশ থেকে বিভিন্ন ব্যক্তি একাধিক গাছ কর্তন করেছে শুনেছি। তারা মগের মুল­ুক মনে করে সরকারি গাছ কর্তন করেছে। বিষয়টি আমি স্থানীয় ভূমি অফিস অফিসকে অবগত করেছি। এবিষয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, সরকারি রাস্তার পাশ থেকে গাছ কাটার সংবাদ পেয়ে আমি উপজেলা সহকারী কমিশনার ভূমি স্যারকে বিষয়টি অবগত করি এবং আমরা সরকারি নিয়ম মেনে ঘটনাস্থলে যায় ও কর্তনকৃত গাছগুলো জব্দ করি। ওখানে কার্পেটিং রাস্তার কাজ চলমান থাকায় জব্দকৃত গাছগুলো তহশিল অফিসে আনা সম্ভব হয়নি। বিধায় জব্দকৃত গাছগুলো স্থানীয় ইউপি সদস্য ও চৌকিদারের জিম্মায় রাখা হয়েছে। পরবর্তীতে রাস্তা চলাচলের উপযোগী হলে রাস্তার ঠিকাদার কর্তৃপক্ষ জব্দকৃত গাছগুলো তাদের ট্রাকে করে ভূমি অফিসে পৌঁছে দেবে। অবৈধভাবে সরকারি গাছ কর্তন করায় কর্তনকৃত অসাধু ও লোভী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছে স্থানীয় জনসাধারণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com