 
																
								
                                    
									
                                 
							
							 
                    বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগর রামচন্দ্রপুরে আজ ৬ মার্চ রবিবার ১৯ তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হইবে। এই তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে এলাকাসহ বিভিন্ন এলাকা জুড়ে দৃষ্টিনন্দন গেট, লাইটিং আলোকসজ্জা সহ মাইকিং প্রচারে উৎসবমুখর করে তুলেছে গোটা এলাকা। ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর আয়তুননেছা হানাফিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ এবং এলাকাবাসীর আয়োজনে অত্র মাদ্রাসা সংলগ্ন মাঠে প্রতি বছরের ন্যায় এ বছরেও আলোকসজ্জা সহ অত্র এলাকায় বিভিন্ন দোকানে ইসলামিক বই, টুপি, আতর, সেন্ট, বাচ্চাদের খেলনা সহ দোকানপাটে এক মিলন মেলায় পরিণত হবে। এই মাহফিলটি জাঁকজমকপূর্ণভাবে সুসম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অত্র মাদ্রাসার সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ আবু ইদ্রিস মোড়ল এর সভাপতিত্বে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান আকর্ষণ এবং প্রধান বক্তা হিসেবে কোরআন হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করবেন আওলাদে রাসুল (সঃ) শাইখুল হাদিস মোনাজেরে মিলাত আলামা-মুফতি ড. মুহাম্মদ এনায়েতুলাহ আব্বাসী ওয়া সিদ্দিকী (পীর জৈনপুরী)। দ্বিতীয় বক্তা হিসেবে কোরআন হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করবেন আলহাজ্ব মাওঃ এমদাদুল হক (বগুড়া), আলহাজ্ব মাওঃ নেছার উদ্দিন (জয়নগরী), আলহাজ্ব মাওঃ আবু বক্কার সিদ্দিক (সুপার কাটুনিয়া মাদ্রাসা), মাওঃ খলিলুর রহমান আজাদী (সাতক্ষীরা) সহ এলাকা ও বিভিন্ন এলাকার আলেম ওলামায়েকেরামগন। মাদ্রাসার শিক্ষার্থীদের (হাফেজ) পাগড়ী প্রদান (দস্তারবন্দী) করবেন মাদরাসার সিনিয়র শিক্ষক হাফেজ মোঃ সাইফুল ইসলাম। মাহফিলটি সার্থক করতে দূরদূরান্ত থেকে দলে দলে মাহফিলে যোগদান করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে মাহফিল কর্তৃপক্ষ।