স্টাফ রিপোর্টার \ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিরাপদ উপায়ে ইফতার প্রস্তুত সংরক্ষণ ও সরবরাহ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ৪টায় শহরের একটি অভিজাত হোটেলে জেলা হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মো. শাহ্ আলমের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজা রশিদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. মোখলেছুর রহমান, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা সহকারীর পরিচালনা মো. নাজমুল হাসান ও জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক রথীন্দ্র নাথ সরকার প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সহ-সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুনসুর আলী, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম, কোয়াধ্যক্ষ মিহির সাহা, ক্রীড়া সম্পাদক আহাদ আলী মলিক, সদস্য সিদ্দিক আলী, শফি ও রজব আলীসহ হোটেল মালিক, কর্মকর্তা ও কমর্চারীরা উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি