ঘটনাস্থল পারুলিয়া ফুটবল মাঠ
পরম মমতা, দায়িত্ববোধ, আন্তরিকতা, ভালবাসা আবার শেষমুহুর্তের প্রস্তুতি বলা যায়, এ যেন পিতৃ স্নেহের অতি দরদীপনার আলিঙ্গন। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় অংশ নিতে আসা প্রাথমিকের এক সহকারী শিক্ষক তার ছাত্রীকে দৌড় প্রতিযোগিতা মুহুর্তে পরিপূীর্ণ প্রস্তুতির গ্রহনে নিজেকে বিলিয়ে দিয়ে দৃশ্যতঃ পিতৃস্নেহ আর প্রত্যাশার ষোলকলা পূর্ণ করলেন। ঘটনাস্থল পারুলিয়া ফুটবল মাঠ, ইউনিয়ন পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার সময় শিক্ষক তার ছাত্রীকে কতটুকু আদরে, নির্ভরতা আর মমতায় প্রস্তুত করছেন এমন দৃশ্য ধরা পড়লো দৃষ্টিপাতের ক্যামেরায়। প্রতিযোগিতার পর এই প্রতিনিদি দায়িত্বশীল, শিক্ষকের মুখোমুখি হলে জানতে পারেন তিনি তার ছাত্রীকে প্রতিযোগিতায় সেরাটা যেন অজৃন করতে পারেন সেজন্য আমার এমন প্রচেষ্টা। পরিচয় পর্বে জানাগেলো উক্ত সহকারী শিক্ষকের নাম মফিজুল ইসলাম, তিনি খাস খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, তার শিক্ষার্থীদের নিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় অংশ নিতে এসেছেন, যে ছাত্রী প্রতিযোগী কে নিয়ে এই লেখা সে নুরজাহান, তৃর্তীয় শ্রেনির শিক্ষার্থী। সত্যিকার অর্থে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক এমনই হওয়ার কথা আর সেটাই গতকাল পারুলিয়া ফুটবল মাঠে দেখা গেছে।