ফিংড়ী প্রতিনিধিঃ সামাজিক দায়বদ্ধতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া পলী চেতনা সংস্থার আয়োজনে গতকাল সকাল দশটায় পলী চেতনা অফিস হলরুমে প্রকল্পের আওতায় প্রান্তিক উপকারভোগীদের সাথে স্থানীয় সরকারের সদস্যদের সামাজিক দায়বদ্ধতা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। পলী চেতনা সংস্থার পরিচালক মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিংড়ীর ইউ পি চেয়ারম্যান মো: লুৎফর রহমান, বুধহাটা ২ নং ইউনিয়নের ইউ পি চেয়ারম্যান মো: মাহবুবুল হক (ডাবলু), ফিংড়ীর সাবেগ চেয়ারম্যান মো: সামছুর রহমান, ফিরোজ আহম্মেদ, সাংবাদিক মো: মুজিবুর রহমান, সাংবাদিক মো: মনিরুল ইউলাম (মিল্টণ), মো: রুবেল হোসেন, ৭নং ওয়াডের ইউ পি সদস্য আবু ছালেক,৬নং জাহিদুল হক, ফিংড়ী ইউনিয়ন চাপা পাটির সভাপতি মো: হুমায়ুন কবিরা, তাহেরা বিশ্বাস কুলা ১-২-৩, স্পপ্না দরগাহপুর, সহ পলী চেতনা সংস্থান মাঠপর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রোগ্রাম পরিচালনা করেন পলী চেতনা আপেল প্রকল্পের কডিনেটর এ কে আকমল জুদা, অনুষ্ঠান পরিচালনা করেন শেখ আতাউপ রহমান। উলেখ্য সহযোগিতায় মানুষের জন্য সহোযোগীতা অর্থয়নে ইউ কে এ আই ডি