শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন

পাইকগাছায় অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ পাইকগাছার গদাইপুর ইউনিয়নের চেচুয়া মটবাটি মোড়ের বাজার কমিউনিটি ক্লিনিক এর সামনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই বাজারের ৬টি দোকানের মালামাল পুড়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান ও গদাইপুর ইউনিয়ন চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেছে। রবিবর রাত আড়াই টার দিকে এ ঘটনা ঘটেছে বলে ক্ষতিগ্রস্ত দোকানদাররা জানিয়েছেন। খবর পেয়ে স্থানীয়রা প্রায় ২ ঘন্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করলেও তা ব্যার্থ হলে অুপম মিস্ত্রীর মটর সাইকেল গ্যারেজ, সমিরণ সরকারের কাঁচা মালের দোকান, প্রদিপ সরকারের টেলিকমের দোকান ও রেষ্টুরেন্টে, ভোলা মন্ডলের কাঁকড়া ডিপু, দীপন শীলের সেলুন দোকানে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ গ্যরেজ মালিক অনুপম মিস্ত্রী জানান, রাত সাড়ে দশটার দিকে গ্যারেজ থেকে বাড়ি যাই। রাত আড়াইটার দিকে পার্শবর্তি দোকানদার দোকানে আগুন লাগার কথা জানালে আমি দোকানে এসে দেখি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তাতে আমার দোকানে থাকা মালামাল পড়ে দুই লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কিভাবে দোকানে আগুন লেগেছে সেটি এখনও যায়নি। দোকান মালিক আশিষ বিশ্বাাস জানান, আমি রাত আড়াইটার দিকে বাথরুমে যাওয়ার উদ্দেশ্য ঘর থেকে বেরিয়ে দেখি টেলিকমের দোকানের তলায় আগুন জ্বলছে। দ্রুত লোক জনকে জানালে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি। ওই দোকান থেকে আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে একটি মটর সাইকেলের গ্যরেজ, কাঁকড়া ডিপু, কাঁচামালের দোকান, রেষ্টুরেন্ট, সেলুনসহ ৬টি দোকান পুড়ে যায়। তাতে আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোতে থাকা মালামাল পুড়ে অন্তত ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারি সহযোগিতার দাবি জানান তিনি। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, ঘটনা স্থল পরিদর্শন করেছি। তবে অনুমান করা হচ্ছে বিদুৎতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পরে বলে ধারনা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনো নিরুপন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com