 
																
								
                                    
									
                                 
							
							 
                    এফএনএস বিদেশ : পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের গিলগিট-বালতিস্তানে আত্মহত্যা বন্ধ করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে প্রাদেশিক সরকার। কর্তৃপক্ষ এমন সময় এই সিদ্ধান্ত নিলো- যখন দেশটির মোট আত্মহত্যার ৯০ শতাংশই এই প্রদেশটি ঘটছে। দ্য নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। গিলগিট-বালতিস্তানের সচিবালয় গত ২ জুন এক বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে প্রতিটি স্কুল-কলেজে সামাজিক-মনস্তাত্তি¡ক কাউন্সেলিং সেশন রাখার কথা বলা হয়েছে। আর শিগগিরই এই ব্যবস্থা চালু হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা একজন মনোবিদের সঙ্গে সমন্বয় করে তাদের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের নিয়মিতো খোঁজ-খবর রাখবেন। এ ছাড়া শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের রেকর্ড রাখতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও বিজ্ঞপ্তি অনুযায়ী, পুলিশের মহাপরিদর্শক মাঠ পর্যায়ে নির্দেশনা জারি করবেন যে আত্মহত্যার রিপোর্ট করা প্রতিটি ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হতে প্রতিটি ক্ষেত্রেই ময়নাতদন্ত নিশ্চিত করা হবে। উলেখ্য, গত পাঁচ বছরে পাকিস্তানে মোট আত্মহত্যার ৬২ শতাংশ, আর ২০২০-২০২১ সালে মোট আত্মহত্যার ৯০ শতাংশ ঘটেছে খাইবার-পাখতুনখোয়া ও গিলগিট-বালটিস্তানে। পরিসংখ্যান বলছে, আত্মহত্যাকরীদের সিংহভাগই নারী। জোরপূর্বক বিয়ে, সম্পর্কের অমিল এবং পড়াশোনার অতিরিক্ত চাপ ইত্যাদি কারণে এসব আত্মহত্যার ঘটনা ঘটছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।