শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৫৬

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৫ মার্চ, ২০২২

এফএনএস : পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে শুক্রবারের নামাজ চলাকালীন ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে অন্তত ৫৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ২০০ মানুষ। হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শুক্রবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের কোচা রিসালদার এলাকার একটি মসজিদে এ হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। হামলায় হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন সেখানকার লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিফ। তিনি জানান, পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং ছুটিতে থাকা কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, দু’জন হামলাকারী মসজিদে প্রবেশের চেষ্টা করে। সেখানে নিরাপত্তায় থাকা পুলিশ কর্মকর্তাদের দিকে গুলি ছোড়ে তারা। এতে এক পুলিশ কর্মকর্তা নিহত হন এবং অন্যজন গুরুতর আহত হন। এরপরই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠে মসজিদ প্রাঙ্গণ। শুক্রবারের নামাজ পড়তে মুসলি−রা যখন মসজিদে প্রবেশ করে তখনই এই হামলা হয়। এখন পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। ঘটনার সময় মসজিদে প্রবেশের চেষ্টা করছিলেন শায়ান হায়দার নামের এক ব্যক্তি। তিনি বলেন, ওই বিস্ফোরণে আমি উড়ে গিয়ে রাস্তায় পড়ি। আমি চোখ খুলে দেখি চারদিকে ধুলা আর মরদেহ। এই হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন বলে তার অফিস থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com