শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

পাকিস্তান সফরের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

এফএনএস স্পোর্টস: ২৪ বছর পর পাকিস্তানে খেলতে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সেই সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সাদা বলের স্কোয়াডে নেই দুই তারকা ডেভিড ওয়ার্নার ও প্যাট কামিন্স। থাকছেন না পেসার মিচেল স্টার্ক, জশ হ্যজেলউড ও স্পিনার নাথান লায়নও। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই তারকা ক্রিকেটারদের বিশ্রামে রেখে তরুণ ক্রিকেটারদের একটু পরীক্ষা করে দেখতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। যে কারণে বেশ কয়েকজন তারকাকে বাইরে রেখে তরুণদের নিয়ে স্কোয়াড সাজিয়েছে তারা। অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল থাকবেন না এই সিরিজে। তার কারণ অবশ্য বিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্যঃসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে মাথায় আঘাত পাওয়া স্টিভ স্মিথকে পাকিস্তান সিরিজে রাখা হয়েছে। গত আগস্ট থেকে সীমিত ওভারের ম্যাচে না খেলা অ্যালেক্স ক্যারিও দলে জায়গা করে নিয়েছেন। আগামী মাসের ২৯ তারিখ রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডের মধ্য দিয়ে শুরু হবে সিরিজটি। ওয়ানডে সিরিজ শুরুর আগে তিনটি টেস্ট খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দল : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভ স্মিথ, শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মার্নাস ল্যাবুশানে, মিচেল মার্শ, বেন ম্যাকডারমট, কেন রিচার্ডসন, মার্কাস স্টইনিস ও অ্যাডাম জাম্পা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com