এফএনএস বিদেশ : ভারতের পাঞ্জাবে ১৪টিরও বেশি গ্রেনেড হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসী হারপ্রীত সিং ওরফে হ্যাপি প্যাসিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এই খবর বলা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এক বিবৃতিতে জানিয়েছে, হারপ্রীতের বিরুদ্ধে পাঞ্জাবের সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া দুটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, হারপ্রীত অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন এবং ধরা পড়ার ভয়ে বার্নার ফোন ব্যবহার করতেন। বার্নার ফোন হচ্ছে এক প্রকার বার্নার ফোন অ্যাপ্লিকেশন, যা ব্যবহারকারীকে গোপনীয়তা রক্ষার সুবিধা প্রদান করে। যেমন নিজের ফোন নম্বর গোপন রাখা, ওয়েব ও অ্যাপে সাইন আপ করার সময় একটি ভার্চুয়াল ইমেল ব্যবহার করাসহ ভৌগলিক অবস্থান সঠিকভাবে প্রকাশ না করা। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) চÐীগড়ায় ২০২৪ সালের সেপ্টেম্বরের গ্রেনেড হামলার অভিযোগে হ্যাপি প্যাসিয়ার নাম প্রকাশ করেছে। অবসরপ্রাপ্ত পাঞ্জাব পুলিশ কর্মকর্তার আবাসকে লক্ষ্য করে এই হামলাটি চালানো হয়েছিল। হামলাটি নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী বাব্বার খালসা ইন্টারন্যাশনাল (বিকেআই)-এর ষড়যন্ত্রের অংশ ছিল। এনআইএর মতে, হারপ্রীত সিং ওরফে হ্যাপি প্যাসিয়া ও পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী হারভিন্দর সিং সন্ধু ওরফে রিন্ডা হামলার পিছনে প্রধান ষড়যন্ত্রকারী ছিলেন। যেটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তদারকি করা হয়েছিল। দুইজনের বিরুদ্ধে ভারতের মাটিতে তাদের কর্মীদের জন্য লজিস্টিকাল সহায়তা, তহবিল এবং অস্ত্র সরবরাহের অভিযোগ রয়েছে। পাঞ্জাবে প্যাসিয়াকে কমপক্ষে ১৮ টি ফৌজদারি মামলায় অভিযুক্ত করা হয়েছে। সকল সন্ত্রাস তৈরি বা সা¤প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার উদ্দেশ্যে কর্মকাÐগুলো করা হয়েছিল। পাঞ্জাবের এক প্রবীণ পুলিশ সদস্য নিশ্চিত করেছেন, কেন্দ্রীয় সংস্থাগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে হারপ্রীত সিং ওরফে হ্যাপি প্যাসিয়া সম্পর্কিত অন্যান্য মামলাগুলো পর্যবেক্ষণ করছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া