শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

পাটকেলঘাটায় পিতৃ পরিচয়ে স্বীকৃতি পেতে দ্বারে দ্বারে ঘুরছে মা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৯ মে, ২০২২

পাটকেলঘাটা প্রতিনিধি ঃ পাটকেলঘাটা এলাকায় সন্তানের পিতৃ পরিচয় পেতে এখন দ্বারে দ্বারে ঘুরছেন দিনমজুর পিতার কন্যা স্বপ্না খাতুন। তার মেয়ে শিয়ালডাঙ্গা জে.সি.এস মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মাসুমা আক্তার মিম এর বয়স ১১ বছর। বাবার ¯েœহ ও ভালোবাসা থেকে বঞ্চিত সে। বাবার দাদার বাড়ির পরিচয়ে লেখাপাড়া শিখে মুখ উজ্জল করার স্বপ্ন মিমের। মিমের মা স্বপ্না খাতুন (৩০) জানান, আমি এলাকায় সূত্রে ২০০৯ সালে সাতক্ষীরার পাটকেলঘাটা থানা এলাকার ভারসা গ্রামের মাহফিল উদ্দীন মোড়ল এর ছেলে একাধিক বিবাহের হোতা মাসুম রেজার সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। এক সময়ে সেটা শারিরীক সম্পর্কে গড়া আমি গর্ববতি হয়ে পড়লে মাসুম রেজার যুক্তি পরামর্শে অবৈধ গর্ভপাত ঘটায়। যার পরিপ্রেক্ষিতে মাসুম রেজার নামে একটি সরকার বাদী মামলা হয়। তখন সে আমাকে বিবাহ করতে না চাইলে আমি আইনের আশ্রয় নিই। মামলা থেকে বাঁচতে সে আমাকে ২ লক্ষ ১ টাকার কাবিন নামায় বিবাহ করে। এর পরে আমাদের ঘরে জন্ম নেয় মিম। কিন্তু জন্মের পর থেকে মাসুম ও তার পরিবার মিমকে আজ পর্যন্ত মেনে নেয়নি। মাসুমা আক্তার মিম জানায়, সে তার নানা রাজ্জাক বিশ্বাসের বাড়িতে থেকে লেখাপড়া করে। মায়ের অন্যত্র বিয়ে হয়েছে। আমি একা হয়ে গেছি। নানার অভাবের সংসার। আমার সকল খরচ জোগাতে তিনি অক্ষম। জন্ম থেকে বাবার আদর, ¯েœহ, ভালোবাসা কিছুই পাইনি। আমি আমার বাবার ঘরে যেতে চাই। দাদা-বাবার ভালবাসা চাই। আমি তো কোন দোষ করিনি। আমার কেন অবহেলা আর ঘৃণায় কাটাতে হবে। স্বপ্ন খাতুন তার মেয়ের পিতৃ পরিচয় ফিরে পেতে সচেতন মহল সহ বিভিন্ন সংগঠনের সহযোগিতা কামনা করেছেন। এ ঘটনায় মাসুম রেজার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com