দেবহাটা অফিস \ দেবহাটার পারুলিয়ার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ফেয়ার মিশন প্রতি বছরের ন্যায় এবছরও মাদক বিরোধী সাইকেল র্যালীর আয়োজন করতে চলেছে। গতকাল এসংক্রান্ত প্রস্তুতি সভা করেছে প্রতিষ্ঠানটি। গতকাল বিকালে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আগামী উনিশ নভেম্বর পুষ্পকাঠি ফুটবল মাঠ হতে পাঁচশতাধিক সাইকেল নিয়ে মাদক বিরোধী র্যালী উপজেলা ব্যাপী পরিভ্রমন করবে। একই সভায় আগামী উনত্রিশ অক্টোবর ফেয়ারমিশন আয়োজিত ফুটবল খেলার ফাইনাল খেলা সখিপুর কলেজ মাঠে অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। ফেয়ার মিশনের প্রতিষ্ঠাতা এবং পরিচালক আলহাজ্ব আঃ কাদের মহিউদ্দীনের সভাপতিত্বে প্রস্তুত সভায় প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সদস্য প্রভাষক সিরাজুল ইসলাম, জসিম উদ্দীন, হাবিবুল বাসার হাবিব, আবু রায়হান প্রমুখ।