স্টাফ রিপোর্টার ঃ পুনরায় সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন সৈয়দ আমিনুর রহমান বাবু। গতকাল বেলা ১১টায় সাতক্ষীরা জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের মাসিক সভা অনুষ্টিত হয়। জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা রশিদের পরিচালনায় পরিষদের সদস্য ও সদস্যদের ভোটে প্যানেল চেয়ারম্যান ১ এক নির্বাচিত হয় যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু। প্যানেল চেয়ারম্যান ২ মো: আব্দুল হাকিম ও প্যানেল চেয়ারম্যান ৩ এড. শাহনেওয়াজ পারভীন মিলি, উলেখ্য যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু দ্বিতীয় মেয়াদে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন। তিনি গত নির্বাচনে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়ে মহামারী করোনা সহ সকল দূর্যোগে দুস্থ অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করেছে। ইতিমধ্যে জেলার আপামর জনসাধারন মানুষের কাছে অতি পরিচিত মুখ হিসাবে পরিচিতি লাভ করেছেন সৈয়দ আমিনুর রহমান বাবু।