শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভূস্বর্গ কাশ্মির এখন জনশূন্য \ সীমান্তে গোলাগুলি সিমলা চুক্তি স্থগিত ও ভারতের ওপর প্রভাব \ বেলুচিস্তানে বোমা হামলায় ৪ নিরাপত্তা কর্মী নিহত গাড়িবোমা হামলায় রুশ জেনারেল নিহত শোলমারি সুইসগেট ও ভরাট নদী পরিদর্শনে খুলনা জেলা প্রশাসক বহেরা বাজার কমিটির নির্বাচন সভাপতি রাজীব—সম্পাদক রানা কলারোয়ায় মেয়েকে গলা কেটে হত্যা করল মা কলারোয়ায় বিএনপি’র সাংগঠনিক কমিটির মতবিনিময় সভায় সাবেক এমপি হাবিব থামছে না সুন্দরবনে হরিণ শিকার যশোরে হাসপাতালের শৌচাগারে মিলল নবজাতকের লাশ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রোমে পেঁৗছেছেন ড. ইউনূস

পুরোনো ঠিকানা’য় ফিরছে আর্বোভাইরাস

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

জনপ্রিয় ব্যান্ড আর্বোভাইরাস নিয়ে বেশ কয়েক বছর ধরেই চলছিল জটিলতা। তবুও কিছুটা আশা আর উৎকণ্ঠা নিয়েই অপেক্ষায় ছিলেন ব্যান্ডটির ভক্তরা। সত্যি কি আগের লাইনআপে ফিরবে আর্বোভাইরাস? তবে হঠাৎ নতুন গান প্রকাশ করে চমকে দিল ব্যান্ডটি। গানের নামের মতো সমর্থকদের প্রিয় ‘আর্বো’ও ফিরেছে ‘পুরোনো ঠিকানা’য়। তাদের নতুন গানের শিরোনাম ‘পুরোনো ঠিকানা’। এটি ব্যান্ডটির চতুর্থ অ্যালবাম ‘নিখোঁজ সংবাদ’ এর প্রথম গান। ২০২২ সালে হুট করেই ব্যান্ড ছাড়ার ঘোষণা দেন আর্বোভাইরাসের ভোকাল সুফী ম্যাভরিক। এর আগে থেকেই দেশের বাইরে ছিলেন ব্যান্ডের বাকি তিন সদস্য আসিফ আজগর রঞ্জন (ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য, গিটারিস্ট ও গীতিকার), নাফিস আল আমিন (ড্রামার) ও আদনান আলম (গিটারিস্ট)। জনপ্রিয় এই ব্যান্ডের ভাঙনে হতাশ হয়েছিলেন ভক্তরা। কিন্তু ব্যান্ড চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আর্বোভাইরাসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সুহার্তো শেরিফ। নতুন সদস্যদের নিয়ে শুরু করেন কনসার্ট। ২০২৩ সালে প্রকাশ করে নতুন গান ‘অনুভূতি’। কিন্তু ভক্তদের মধ্যে দ্বিধা ছিল। পুরোনো চার সদস্যদের বিদায় মানতে পারছিলেন না তারা। এর মধ্যেই নতুন সদস্যদের নিয়ে নতুন গান, বিভক্ত হয়ে পড়ছিলেন অনেকেই। এমন সময় আর্বোভাইরাসের চার সদস্য সুফী, রঞ্জন, নাফিস ও আদনান একসঙ্গে ভিডিও বার্তায় জানান ‘আমরাই আর্বোভাইরাস’। জানালেন, গান তৈরি আছে। তৈরি আছে অ্যালবামও। সময় হলেই প্রকাশ পাবে। অন্যদিকে প্রতিষ্ঠাতা সদস্য সুহার্তো শেরিফ নতুন লাইনআপ নিয়েই ব্যান্ড এগিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন। চতুর্থ অ্যালবাম ‘রিপাবলিক অফ আরবোভাইরাস’—এর ঘোষণাও আসে ব্যান্ডের পক্ষ থেকে। কিন্তু পুরোনো সদস্যদের না জানিয়েই সিদ্ধান্ত নেওয়া, ব্যান্ডের গানের ধরণ বদলে ফেলাসহ বেশকিছু অভিযোগ উঠে আসে বাকি চার সদস্যদের কথায়। বিষয়টা শেষমেষ গড়ায় আইনি জটিলতায়। ২০২৩ সালের জুনে সুহার্তো শেরিফের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠান ব্যান্ডের অন্য চার সদস্য সুফী, রঞ্জন, আদনান এবং নাফিস। ২০২৫ সালের ২১ এপ্রিল ইউটিউবে ‘পুরোনো ঠিকানা’ নামে নতুন গান প্রকাশ করেন সুফী, রঞ্জন, আদনান ও নাফিসের আর্বোভাইরাস। ‘দ্য ইনফেক্টেড রেকর্ডস’ চ্যানেল থেকে প্রকাশিত হয় গানটি। এতদিন ধরে ঠিক এটাই চাইছিলেন ব্যান্ডটির ভক্তরা। ‘অরিজিনাল’ লাইনআপ ফিরে আসায় খুশি তারা। সুফীর কণ্ঠ, রঞ্জনের গিটার, আদনানের বেজ আর নাফিসের ড্রামসে ভক্তরা খুঁজে পেলেন আর্বোভাইরাসের পুরোনো ঠিকানা। সঙ্গে আরও বড় চমক চতুর্থ অ্যালবাম ‘নিখোঁজ সংবাদ’র গান এটি। অর্থাৎ চিরচেনা লাইনআপ একটা অ্যালবামও উপহার দিচ্ছে ভক্তদের। এ বিষয়ে ব্যান্ডের গিটারিস্ট আদনান আলম বলেন, আমরা আর্বোভাইরাস, আমরা আমাদের ভক্তদেরকে গান শোনাতে চাই। এর বাইরে আমাদের আর কোন চাওয়া পাওয়া নেই। আমরা কোনো ঝামেলায়ও জড়াতে চাই না। এ বছরই আমাদের চতুর্থ অ্যালবাম ‘নিখোঁজ সংবাদ’ মুক্তি দিতে চাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com