সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সংসদ নির্বাচনে আ’লীগ প্রার্থী আতাউল হক দোলনের নির্বাচনীয় কর্মী সমাবেশ অনুষ্ঠিত বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান কপিলমুনিতে মুক্ত দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত আশাশুনিতে বেগম রোকেয়া দিবস পালিত আশাশুনিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা কয়রায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও শ্রেষ্ঠ সাত জয়িতাকে সম্মাননা প্রদান আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত দাকোপে আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের সাথে দৃষ্টিপাত পরিবারের সৌজন্য সাক্ষাত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৮ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরার বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম বার) এর সাথে দৈনিক দৃষ্টিপাত পরিবারের এক সৌজন্য সাক্ষাত গতকাল সন্ধ্যায় পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সাথে এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দৃষ্টিপাত মফঃস্বল বার্তা সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, বার্তা সম্পাদক আদম শফিউল­াহ, চিপ রিপোর্টার মাসুদুর জামান সমুন, স্টাফ রিপোর্টার মীর আবু বকর, ম্যানেজার বুলবুল আহমেদ প্রমুখ। পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান দৈনিক দৃষ্টিপাত পরিবারের সাথে অত্যান্ত সৌহাদ্যপুর্ণ পরিবেশে আলোচনায় সাতক্ষীরা কর্মজীবনে বিভিন্ন সময়ে দৈনিক দৃষ্টিপাতের বিভিন্ন সংবাদ পরিবেশন নিয়ে তিনি ভূয়সী প্রশংসা করেন বলেন সাতক্ষীরার অত্যান্ত জনপ্রিয় পত্রিকা হিসাবে পাঠক হৃদয়ে স্থান করেছে দৃষ্টিপাত। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এই পত্রিকা সাতক্ষীরা বিভিন্ন রাজনৈতিক পেক্ষাপট বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া বিভিন্ন বিষয়ে দৃষ্টিপাতের ক্ষুরধার লেখনী পাঠক গ্রহন করেছে বলে দৃষ্টিপাত বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করে পুলিশ কে সহযোগিতার জন্য দৃষ্টিপাত পরিবারকে ধন্যবাদ জানান। এসময় দৃষ্টিপাত পরিবার পক্ষে পত্রিকার সম্পাদক জিএম নূর ইসলাম সাতক্ষীরায় আইন শৃংখলা রক্ষায় পুলিশ সুপারের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে বলেন তার তিন বছরের সাতক্ষীরায় অবস্থান কালে আইন শৃংখলা রক্ষায় তার নেওয়া দ্রুত সিদ্ধান্ত এবং তড়িৎ ব্যবস্থা নেয়ায় সাতক্ষীরায় আইন শৃংখলা অতীতের যে কোন সময়ের চেয়ে ভাল থাকায় এবং বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী আটক এবং মামলার রহস্য উদঘাটন করার জন্য তাকে ধন্যবাদ জানান। এসময় দৃষ্টিপাত পরিবারের পক্ষ থেকে একটি ক্রেস্ট প্রদান করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান দৈনিক দৃষ্টিপাতের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com